বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী সংবাদদাতা নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুজার রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত আবুজার রহমান বর্তমানে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাত সোয়া নয়টার দিকে শহরের আলমগীরের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় নেতাকর্মীরা জানায়, রাত সোয়া নয়টার দিকে রিক্সাযোগে কবরস্থান মোড় সংলগ্ন নিজ বাড়িতে ফিরছিলেন আবুজার রহমান। এসময় পথে আলমগীরের মোড় নামক এলাকায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সন নিজ বাড়ি থেকে বের হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা আবুজারকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।
তার ডান হাতের কব্জি, বাম চোখ ও নাকে আঘাত পেয়েছেন তিনি। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: অমল চন্দ্র রায়।
নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান ঘটনার পর রাত ১১ টার দিকে হামলাকারী নিক্সনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।