গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে র্যাব-১ এর এ অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফি উল্লাহ বুলবুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা কয়।
আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সুনির্দিষ্ট অভিযোগ বয়েছে বলেও জানান তিনি।
সূত্রে জানায়, চালক আব্দুল মালেক দীর্ঘদিন ধরে স্বাস্থ্য অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।