Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

দেশের ২২ জেলার সাথে সংযোগকারী শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৭ দিন পর ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্যতা সঙ্কটের কারণে গত ৩ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। গতকাল পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করে। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, সকাল থেকে কে টাইপ ছোট আকারের ৫টি ফেরি ক্যামেলিয়া, কাকলি, ফরিদপুর, কিশোরী ও কুমিল্লা শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মায় নাব্যতা সঙ্কটের কারণে গত ৩ সেপ্টেম্বর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। মাঝে ২ দিন পরীক্ষামূলকভাবে ২টি ফেরি চললেও তা আবার বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৬ দিন অবিরাম ড্রেজিং করার পর চ্যানেলটি চালু করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌরুট

২৩ জানুয়ারি, ২০২১
২০ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ