গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বনানী এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ফ্ল্যাটের বেশি কিছু আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বনানীর ৩ নম্বর সড়কের ‘আই’ ব্লকের একটি ছয় তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন এমন তথ্য নিশ্চিত করেছেন। অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
২৬১৭ বর্গফুটের ওই ফ্ল্যাটের মালিক আবু সয়মান নামের এক ব্যক্তি। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। ওই ফ্ল্যাটের বেডরুম ও রান্নাঘরের কিছু অংশ পুড়ে গেছে।
এরশাদ জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।