বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটা বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় ফরিদা বেগম (৪০) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রাক ও ঘাতক চালককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফরিদা পটুয়াখালী জেলার সদর থানার খাসেরহাট এলাকার বাসিন্দা। তিনি স্বামী আনোয়ার হোসেনের সাথে ধামরাইয়ে থেকে স্নোটেক্স কারখানায় ফিনিশিং সেকশনে কাজ করতেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ জানায়, সকালে কারখানায় যোগদানের উদ্দেশ্যে রওয়ানা করে ফরিদা। পরে ঢুলিভিটা এলাকায় মহাসড়ক পারাপারের সময় মানিকগঞ্জগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এসময় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।