Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইতির রাজধানী পুলিশের দখলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

 

আফ্রিকার দেশ হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স দখলে নিয়েছে প্রতিবাদী পুলিশ ও তাদের সমর্থকরা। বিক্ষোভের কারণে গোটা রাজধানী অচল হয়ে পড়েছে। মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বাহিনীর এক সদস্য বলেছেন, ‘আমর ভালো জীবনযাপনের সুযোগ চাই। ভালো থাকতে চাই।’ ১ কোটি ১০ লাখ জনগনের নিরাপত্তার জন্য হাইতিতে ১৬ হাজার পুলিশ রয়েছে। ১৯৯৪ সালে হাইতির পুলিশ বাহিনী গঠন করা হয়। সোমবার প্রতিবাদী পুলিশ ও তাদের সমর্থকরা ফাঁকা গুলি ছুড়ে, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাস্তায় বিক্ষোভ শুরু করেছে। তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নিজেদের পরিচয় লুকানোর জন্য সবাই মুখে কাপড় ও সানগøাস পরে আছে। পুলিশ সদস্যরা তাদের মোটর সাইকেল ও গাড়ি নিয়ে শহরের মধ্যে টহল দিচ্ছে। ফাঁকা গুলি ছুড়ছে। মূলত বেতন বৃদ্ধি ও সহকর্মীদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করছে তারা। মে মাসে খুন, অগ্নিসংযোগ ও জনগণের সম্পদ নষ্ট করার অপরাধে মাদক স্কোয়াডের পুলিশদের আটক কর হয়। সেই থেকে এখনো তারা বন্দি অবস্থায় আছেন। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইতি

২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ