গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কাজ করতেন রাজমিস্ত্রির। কিন্তু চুরির অভ্যাসটা পুরোনো। তাই চুরি করতে গিয়ে ব্যর্থ হন মুনির।
জানা যায়, রাজধানীর সবুজবাগের নন্দীপাড়া এলাকায় জান্নাতুল ফেরদৌস (৩০) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। মুনির (৩০) নামের এক নির্মাণশ্রমিক চুরি করতে ব্যর্থ হয়ে তাকে খুন করেন। খুনে ব্যবহৃত ছুরি উদ্ধারসহ মুনিরকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ওসি মাহবুব আলম।
তিনি বলেন, নির্মাণাধীন ছয়তলা ভবনটিতে চারজন শ্রমিক কাজ করতেন। ভবনটির দুই ও তিনতলায় কাজ শেষ হয়েছে। সেখানে স্বামী ও ১৮ মাসের শিশুসন্তান নিয়ে থাকতেন জান্নাতুল। স্বামী বাসায় না থাকায় রাতে মুনির ওই বাসায় চুরি করতে প্রবেশ করেন।
জান্নাতুল চোরকে দেখে ফেলায় কোরবানির ছুরি দিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়। পরে স্বামী এসে স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে মুনিরকে আটক করা হয়। তিনি খুনের কথা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।