Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লামায় মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা

লামা (বান্দরবান) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ৪:১০ পিএম

বান্দরবানের লামায় মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা করেছে দূর্বিত্তরা।মঙ্গলবার ৫ জুলাই উপজেলার আজিজনগর ইউপিতে এই ঘটনা ঘটে।জান যায় ঐ ইউপি এর পূর্ব চাম্বি সড়কের নাজিরাম ত্রিপুরা পাড়ার শয়তাইন্না পাহাড়ের রাস্তার পাশে জবাই করা লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহত চালকের নাম শফিউল কাদের (২৩)। সে সরই ইউপি এর ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির ৫৩নংসদস্য।সরই মোটর সাইকেল সমিতির সেক্রেটারি মোঃ জাবেদ বলেন,গত রাতে মোটর সাইকেলে করে আজিজ নগর যাবে বলে শফিউল কাদেরকে ২ ব্যক্তি ভাড়ায় নিয়ে যায়।রাত ১টায় আমরা খবর পেয়ে নাজিরাম ত্রিপুরা পাড়ায় যাই।সেখানে জবাই করা শফিউল কাদেরের লাশ পড়ে থাকতে দেখি।তাৎক্ষনিক বিষয়টি লামা থানা ও নিহতের পরিবারকে অবহিত করা হয়।আজিজ নগর পুলিশ ক্যাম্পের আইসি শামীম শেখ বিষয়টি নিশ্চত করে বলেন, গত রাত সন্ধ্যার পরে কোনো এক সময় হয়তো এই ঘটনা ঘটে।তবে নির্জন এলাকা হওয়ায় রাত ১টার পরে জানা জানি হয়,এবং আমাদরকে খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি।লামা থানার ভার প্রাপ্ত ওসি শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাহা এখনো জানা যায়নি।খুনিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলা কেটে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ