Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সাঁড়াশি অভিযানের পরিকল্পনা ইসির

এনআইডি জালিয়াতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের তৎপরতা নির্মূলে দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগ। গতকাল সোমবার এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এতথ্য জানান। তিনি বলেন, জালিয়াত চক্রকে আমরা সমূলে নির্মূল করব। আমাদের অবস্থান কঠোর অপরাধীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সাড়াশি অভিযানের লক্ষ্যে ইসি সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, এনআইডি উইং ও প্রকল্পের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে ১০টি আঞ্চলিক পযায়ে বিশেষ টিম করা হচ্ছে।

এনআইডি উইং মহাপরিচালক জানান, এনআইডি জালিয়াত সংক্রান্ত যে কোনো ধরনের অনৈতিক কর্মকান্ড ও অপতৎপরতার তথ্য পেলে ভেতরে-বাইরে জড়িতদের শাস্তির আওতায় আনতে জেলা, উপজেলা পযায়ে এ অভিযান পরিচালনা করা হবে। শিগগির এ সংক্রান্ত ১০টি কমিটি করে দেওয়া হবে। রাজধানীতে সম্প্রতি ব্যাংক ঋণ পেতে এনআইডি জালিয়াতিতে সস্পৃক্ততার অভিযোগে এনআইডি উইংয়ের অস্থায়ী দুজন কর্মীসহ ৫ জন এবং কুষ্টিয়ায় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে জালিয়াত চক্রের মূল হোতা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের পর উদ্যোগী হয়েছে এনআইডি উইং। রোহিঙ্গাদের ভুয়া এনআইডি সংগ্রহের অপতৎপরতার মধ্যে এনআইডি জালিয়াতি ও দুর্নীতি বন্ধে গেল বছর শুদ্ধি অভিযান শুরু করে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন

সাইদুল বলেন, সম্প্রতি জালিয়াত চক্রের সঙ্গে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া অস্থায়ী কর্মী ডেটা এন্ট্রি অপারেটরদের সস্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে। এর বাইরে চক্রের অনেকে জড়িত থাকার তথ্য আসছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে মাঠ পযায়ে অনিয়ম রোধে অভিযানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা আগেও অনৈতিক কর্মকান্ডে জড়িত কাউকে রেহাই দেয়নি, প্রশ্রয় দেবও না। তথ্যের ভিত্তিতে জালিয়াত চক্রের বীজ ভেতর থেকে মূলোৎপাটন করা হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তারা তদারকি বাড়াবে। সেই সঙ্গে ১০টি টিম তাৎক্ষণিক উপস্থিত হয়ে যে কোনো সময় দেশজুড়ে অভিযান করবে।

এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম স¤প্রতি সপরিবারে করোনাভাইরাস আক্রান্ত অবস্থায়ও অনলাইনে সার্বিক কাযক্রম দেখভাল করেছেন। সোমবার সপরিবারের করোনাভাইরাস মুক্ত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মস্থলে যোগ দিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের সময়ে মানুষের কাছে সেবা দ্রুত ও দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন সেবা সফলভাবে হয়েছে। ছবিসহ জাতীয় পরিচয়পত্রের বিশ্বব্যাপী সুনামের মধ্যে জালিয়াত চক্রের অপতৎপতায় তা ক্ষুন্ন হতে দেওয়া হবে না। সফল অর্জনের মধ্যে সাম্প্রতিক জালিয়াতির ঘটনায় বিব্রতর পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রয়োজনে পুলিশের গোয়েন্দা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গেও আলোচনা করে জালিয়াতি রোধে কর্মপরিকল্পনা নেওয়া হবে। ইতোমধ্যে এনআইডি উইং জানিয়েছে, ইসির ডেটাবেইজ সুরক্ষিত। এখন উপজেলা পর্যায়েও সার্ভারকে ৫স্তরের নিরাপত্তা সিস্টেম চালু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআইডি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ