বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের সালথায় বিষাক্ত সাপের ছোবলে সফিকুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (১৩সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। সফিকুল সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং একই এলাকার লিয়াকত সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, সফিকুল হাত-মুখ ধোয়ার জন্য রাত ১১টার দিকে তার বাড়ির পাশের টিউবওয়েলপাড়ে যায়। সেখানে তাকে বিষাক্ত সাপ ছোবল দেয়। পরিবারের সদস্যরা সফিকুলকে রাতেই সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামে আছালোত ওঝার কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।