বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচরনপুর গ্রামে সাপের কামড়ে বেলাল হোসেন (২৬) ও মৌসুমী আক্তার (২২) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামচরনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমের মধ্য বেলাল হোসেন ও মৌসুমী আক্তারকে সাপে কামড় দেয়। এসময় তারা চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা তাদেরকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই বেলালের পরিবারের সদস্যরা সাপটিকে আটক করেন। স্থানীয়রা আরো জানান, মাসখানেক আগে একইভাবে বেলালের বাবা সিরাজউদ্দিনও সাপের কামড়ে মারা যায়। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।