Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানি মিডিয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৩ পিএম | আপডেট : ৩:১৬ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করা হয়েছে পাকিস্তানী গণমাধ্যমে। পাকিস্তানের জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এ নিবন্ধ প্রকাশ করা হয়েছে বাংলাদেশকে নিয়ে। সংবাদ মাধ্যমে গতকাল শনিবার প্রকাশিত ওই নিবন্ধে তলাবিহীন ঝুড়ি হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও বাংলাদেশে দারিদ্র্য হ্রাস পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

নিবন্ধে বলা হয়, দুই দশক আগেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন মাথাপিছু আয় এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) স্বল্প প্রবৃদ্ধির কারণে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। বর্তমানে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের মাথাপিছু আয় বেশি। ভারতের পর বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হলো বাংলাদেশ। নিবন্ধে আরও বলা হয়, এ অঞ্চলে প্রাথমিক শিক্ষায় তালিকাভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে রয়েছে। উল্লেখ করা হয়, বাংলাদেশ একটি পোলিওমুক্ত দেশ। সম্প্রতি ডব্লিউএইচও নাইজেরিয়াকেও পোলিওমুক্ত ঘোষণা করেছে। বাংলাদেশ সামাজিক অগ্রগতির সঙ্গে অর্থনৈতিক নৈরাশার সংমিশ্রন ঘটিয়েছে। এ অঞ্চলের যে কোনো দেশের চেয়ে নারীদের মর্যাদা উন্নয়ন ও অধিকার সংরক্ষণে সবচেয়ে বেশি প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।

নারীদের উন্নয়নের কথা উল্লেখ করে নিবন্ধে বলা হয়, ক্ষুদ্রঋণ দেয়া হয় মূলত নারীদের। এ ছাড়া সফলভাবে পরিবার পরিকল্পনা কর্মসূচি পরিচালনা করছে বাংলাদেশ। এতে শুধু শিশু মৃত্যুহারই কমেনি, বেড়েছে নারীর মর্যাদাও। প্রতিবেদনে বলা হয়, পরিবারের মধ্যে নারী সদস্যদের ভূমিকা আরও বেড়েছে। পরিবারের আকার কেমন হবে তার নিয়ন্ত্রণও এখন বাংলাদেশের নারীদের হাতে। নব্বইয়ের দশক থেকে বাংলাদেশে পোশাক শিল্পের উত্থান শুরু হয়। ওই সব প্রতিষ্ঠানে যেসব শ্রমিক কাজ করেন তাদের ৮০ শতাংশই নারী। এতে দেশটিতে নারীদের মর্যাদার সঙ্গে সঙ্গে আয়ও বেড়েছে। বাংলাদেশে পুরুষদের চেয়ে নারীরা স্বাস্থ্য, শিক্ষা, খাবার ও শিশুর কল্যাণে বেশি ব্যয় করে।

দারিদ্র্য বিমোচনে অর্থনীতির প্রবৃদ্ধি প্রয়োজন তাতে সন্দেহ নেই কিন্তু দুই দশক আগেও যা তলাবিহীন ঝুড়ি হিসেবে বিবেচিত বাংলাদেশের মতো একটি দেশ প্রমাণ করেছে যে, অনেক প্রবৃদ্ধির জন্য অপেক্ষার প্রয়োজন নেই। শুধু দরকার গৃহীত নীতির প্রতি আস্থা রেখে সরকার ও সংশ্লিষ্টদের সামনে এগিয়ে যাওয়ার মনোভাব। বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে সরকার ছাড়াও বড় বড় বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক দশক আগে বাংলাদেশের সামাজিক সাফল্য তার অর্থনৈতিক সাফল্যের চেয়ে বেশি ছিল। সামাজিক ক্ষেত্রে ব্যয়ের কারণে তৈরি হওয়া মানবসম্পদ সেই দেশকে এখন টেকসই প্রবৃদ্ধির পথে ধাবিত করছে।



 

Show all comments
  • Nadim ahmed ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৩:৩০ পিএম says : 1
    India will never allow Bangladesh and Bangladeshis live a peaceful life. They will also not allow us grow forward ever.
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪১ পিএম says : 0
    গত ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতী সাধন করে তলাবিহীন ঝুড়ি থেকে টেকসই ঝুড়ি হিসাবে দেশকে তুলেধরতে সক্ষম হয়েছিল। কাজেই দুই যুগ পর সেই ভাল কাজটা মানে তলাবিহিন ঝুড়ে থেকে টেকসই ঝুড়ি নিয়ে পাকিস্তান সুনাম করছে। এরপর সেই অর্থনীতিকে আরো মজবুত করে দেশকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে উন্নত দেশ হিসাবে চিহ্নিত করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। এখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা সমান পর্যায়ে নেয়ার জন্যে চীন বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভাল করার জন্যে প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতা হিসাবে পাকিস্তান চীনের পক্ষ হয়ে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভাল করার জন্যে কয়েক পা এগিয়ে গেছে। ভারতের বিভিন্ন পত্রপত্রিকা যেভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলে এবং সেইভাবেই দুইদেশের একটা সমঝতা হয় ঠিক তেমনই ভাবে পাকিস্তানি পত্রিকায় বাংলাদেশের সম্পর্কে সুনাম করে পাকিস্তানের সাথে ভাল সম্পর্ক করারই একটা পদক্ষেপ নিয়েছে বলে মনে হচ্ছে। এখন দেখার বিষয় জাতীর জনকের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শখ হাসিনা এটাকে কিভাবে গ্রহণ করেন এবং এগিয়ে নিয়ে যান। তবে বাংলার মানুষ চায় যাহ কিছুই ঘটুক সেটা যেন ’৭১ এর মুক্তিযুদ্ধকে সম্মান করেই ঘটে। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে সত্য জানা, সত্য বুঝা, সত্য বলা ও সততার সাথে চলার ক্ষমতা দান করেন। আমিন
    Total Reply(0) Reply
  • Sukumar sarker ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৩ এএম says : 0
    Bangladesh is a very good and beautiful country I love my country but problem is some politician try to make a noise. I thing our pri minister is sheikh Hasina a great leader.From NEW YORK
    Total Reply(0) Reply
  • syed kabir m j ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৮ পিএম says : 0
    Sukumar Sarker U hv rightly said.Now our problem is we hv extreme corruption. If Sk Hasina succeed in controlling this corruption we would achieve our goal of liberation war.(A Freedom Fighter)
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ