রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৈনিক ইনকিলাবের কয়রা উপজেলা সংবাদদাতা ও উপজেলা সদরের ১ নং কয়রা গ্রামের বাসিন্দা মোস্তফা শফিকুল ইসলামের বাড়িতে গত শুক্রবার ভোর রাত ৩টায় এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। এ সময় চোর ঘরের ভেতর থেকে প্রায় ৬ লাখ টাকার সোনার গহনা নিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ঘটনায় কাউকে আটক অথবা চোরাই মাল উদ্ধার করা সম্ভব হয়নি। এব্যাপারে বাড়ির মালিক ও কয়রা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিক বলেন, পরিবারের সদস্যরা রাতে ঘুমিয়ে পড়ার চোর বিল্ডিংয়ের সানসেট দিয়ে ছাদে উঠে সিঁড়ি ঘরের টিনের চাল উল্টিয়ে ঘরে প্রবেশ করে।
এ ব্যাপারে কয়রা থানায় চুরি মামলা হয়েছে। কয়রা থানার এসআই গৌতম কুমার বলেন, ‘চুরি যাওয়া মাল এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, তবে চোরাই মাল উদ্ধার সহ আসামীদের আটকের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।