মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবাননে আটক হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই কর্মকর্তা।আলিওয়া পত্রিকার খবরে বলা হয়েছে, অন্তত দুই জন মোসাদ কর্মকর্তাকে আটক করেছে ফ্রিডম মুভমেন্ট নামে একটি গ্রুপ। -মিডিল ইস্ট মনিটর, আলিওয়া
দি ইন্টেল স্কাই টুইটার এ্যাকাউন্টে ওই দুই মোসাদ কর্মকর্তার ছবি পোস্ট করে ফ্রিডম মুভমেন্টের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এজন্যে চড়া মূল্য দিতে হবে। ভিডিও ক্লিপে দেখা যায়, মাঝ বয়সী এক ব্যক্তি যিনি নিজেকে ডেভিড বেন রোজি ও ইসরায়েলি গুপ্তচর বলে পরিচয় দেন। দ্বিতীয় ব্যক্তির কোনো পরিচয় দেয়া হয়নি। এবং তৃতীয় ব্যক্তির কোনো ছবি না দিয়ে কয়েকটি প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে বলা হয় ওই ব্যক্তিকেও আটক করেছে গ্রুপটি। ভিডিও ক্লিপের শেষে নেতানিয়াহুর ছবি দিয়ে আরবি ও হিব্রু ভাষায় ‘ইউ উইল পে’ ক্যাপশন জুড়ে দেয়া হয়।
এদিকে ফিলিস্তিনের টপ সিক্রেট ফেসবুক পেজ থেকে এক ঘোষণায় বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের গ্রেফতার করা হয়, যখন তারা সীমান্ত অতিক্রম করে লেবাননে অভিযান চালাতে এসেছিল। এ বিবৃতিতে বলা হয় আটক ডেভিড বেন রোজি একজন ইসরায়েলি পেট্রোকেমিক্যাল বিজ্ঞানী। এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।