Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান পরিস্থিতি অশান্ত : পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বলেছেন যে আফগানিস্তানের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। তিনি বলেন, এসসিও’র অঙ্ক হিসেবে ইউরেশিয়া ও প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উপর এখন বিশেষ নজর দিতে হবে। আফগানিস্তানের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সংঘাত কিছুতেই কমছে না। সন্ত্রাসবাদ গুরুতর হুমকি সৃষ্টি করে রেখেছে। মাদক পাচার, সংঘবদ্ধ অপরাধ ও সাইবারক্রাইম বাড়ছে। অঙ্কগ্রহণকারী পররাষ্ট্রমন্ত্রীরা বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোসহ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা আরো জোরদারের জন্য ব্যাপক পরিসরে বিষয়ভিত্তিক আলোচনা করেন। পুতিন বলেন, এই সংস্থা ইউরেশিয়ার টেকসই উন্নয়নের পাশাপাশি শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখছে। খাম্মা প্রেস, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ