মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বলেছেন যে আফগানিস্তানের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। তিনি বলেন, এসসিও’র অঙ্ক হিসেবে ইউরেশিয়া ও প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উপর এখন বিশেষ নজর দিতে হবে। আফগানিস্তানের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সংঘাত কিছুতেই কমছে না। সন্ত্রাসবাদ গুরুতর হুমকি সৃষ্টি করে রেখেছে। মাদক পাচার, সংঘবদ্ধ অপরাধ ও সাইবারক্রাইম বাড়ছে। অঙ্কগ্রহণকারী পররাষ্ট্রমন্ত্রীরা বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোসহ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা আরো জোরদারের জন্য ব্যাপক পরিসরে বিষয়ভিত্তিক আলোচনা করেন। পুতিন বলেন, এই সংস্থা ইউরেশিয়ার টেকসই উন্নয়নের পাশাপাশি শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখছে। খাম্মা প্রেস, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।