বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারো তিস্তার ভাঙ্গন শুরু হয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন ভাঙ্গনের হুমকির মুখে থাকা মানুষজন। কয়েক দিন বন্ধ থাকার পর গত এক সপ্তাহের ব্যবধানে নদী ভাঙ্গনে ৮০ টি বসত বাড়িসহ হাজার হাজার হেক্টর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে পড়েছে আরও হাজার হাজার বসতবাড়ি, আবাদি জমি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভয়াবহ বন্যার ধকল সেরে উঠতে না উঠতেই উপজেলার হরিপুর ইউনিয়নের মাদারীপাড়া, লখিয়ারপাড়া ও টেবরী মোড়ে তিস্তার লাগামহীন ভাঁঙ্গন এলাকাবাসিকে নাকাল করে তুলেছে। প্রতিবছর নদী ভাঁঙ্গনে উপজেলার আবাদীজমি কমে যাওয়ায় অসংখ্য মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। আতঙ্কিত করে তুলেছে তিস্তার দুই পাড়ের মানুষকে। ভাঁঙ্গনের কারণে প্রতিনিয়ত ঘরবাড়ি সরিয়ে অন্যত্র সরে যাওয়া যেন চরবাসীর জন্য অসহনীয় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, তার ইউনিয়নের মাদারীপাড়া, লখিয়ারপাড়া ও টেবরী মোড়ে এক সপ্তাহে ৮০/৯০ টি বসতবাড়ি এবং জমাজমি নদী ভাঙ্গনে বিলিন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানান, ভাঙ্গন অব্যাহত রয়েছে। নদী ভাঙ্গনের তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।