Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির অবনতি

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

দুর্যোগকবলিত দক্ষিণাংশে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও
উত্তর এলাকার ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ের দিকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে
নকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে। অগ্নিনির্বাপক কর্মীদের চেষ্টায় এই এলাকার একাংশে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সেখান থেকে সরে যাওয়া অধিবাসীরা আবার বাড়িঘরে ফিরে আসতে শুরু করলেও অন্য এলাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলের হুমকির মুখে পড়েছে একটি ঐতিহাসিক দুর্গ। ক্যালিফোর্নিয়ার এই দাবানলকে নিজেদের দেখা সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে আখ্যায়িত করেছেন প্রত্যক্ষদর্শীরা। গত শনিবার দাবানলের তীব্রতায় এরইমধ্যে উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এই এলাকার অন্তত ৮০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ের ভয়াবহতম এ দাবানলের নাম দেয়া হয়েছে ‘দ্য ব্লু কাট’। এর তা-বে এরইমধ্যে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্যালিফোর্নিয়া ও নেভাদা’র মধ্যকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ছড়িয়েপড়া আগুনের তা-ব থেকে বাঁচতে উপদ্রুত এলাকা থেকে অনেকে দৌড়ে গিয়ে নিরাপদ স্থানে পৌঁছান। গত মঙ্গলবার একটি খরা বিধ্বস্ত পর্বতে এ দাবানলের সূত্রপাত হয়। কয়েকদিনের মাথায় এটি ৭৫ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়ে এবং ১০৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২১৩টি বাড়ি ঝুঁকির সম্মুখীন রয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে। দাবানলের তীব্রতা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এক হাজার ৩০০ অগ্নিনির্বাপণকর্মী। তবে এখনো পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আগুনের তীব্রতা আরো বাড়ছে। অগ্নিনির্বাপণ বিভাগের তথ্য কর্মকর্তা মাইক লোপেজ এ কথা জানান। স্যান বার্নাডিনো কাউন্টির অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান মার্ক হার্টউইগ। তিনি বলেন, এই দাবানল তীব্রভাবে আঘাত করেছে। এটা দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলের এমন তীব্রতা আমরা ইতোপূর্বে কখনো প্রত্যক্ষ করিনি। এখন পর্যন্ত দাবানলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঠিক কি পরিমাণ ঘরবাড়ি ধ্বংস হয়েছে সেটা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে আশঙ্কা করা হচ্ছে, এমন ঘরবাড়ির সংখ্যা কয়েকশ’ পর্যন্ত হতে পারে। এদিকে, দমকল বাহিনীর কর্মীরা ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রচ- বাতাসে দাবানল আরো ভয়াবহ রূপ ধারণ করায় সেখানে তাপমাত্রা অনেক বেড়ে গেছে এবং গাছপালা শুকিয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণে অবস্থিত অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। রাজ্যের মধ্যাঞ্চলের দুটি স্থানে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এছাড়া রাজ্যের উত্তরাঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশনবিষয়ক মুখপাত্র ড্যানিয়েল বার্লান্ট বলেন, দাবানল নিয়ন্ত্রণে গত কয়েক সপ্তাহ ধরে আমাদের দমকল বাহিনীর কর্মকা- অনেক জোরদার করা হয়েছে। ‘ব্ল কাট’ নামের অ্যাঞ্জেলস ফরেস্ট ফায়ার ৩১ হাজার একর জমিতে ছড়িয়ে পড়েছে। এটি বারমুডা এলাকার দ্বিগুণেরও বেশি। দাবানলের তথ্য সংক্রান্ত ওয়েবসাইট ইনসিওয়েবের মুখপাত্র মিশেল লোপেজ আরো বলেন, দাবানল আশঙ্কাজনকভাবে ক্রমেই বেড়ে চলছে। ফলে এটি আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এদিকে সাড়ে ৮২ হাজারের বেশি লোক ব্লুকাটের পথের আওতায় থাকায় তাদেরকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির অবনতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ