Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-হাঙ্গেরির মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৬ পিএম

বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে দুটি সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজিজ্জার্তির দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষর হয়।

এর আগে পিটার সিজিজ্জার্তি সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি ১৯৭৫ সালে নির্মমভাবে নিহত হওয়া জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের দেওয়া মধ্যাহ্নভোজনে যোগ দেন পিটার সিজিজ্জার্তি। পরে দুই পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেন। আজ সন্ধ্যায় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমঝোতা স্মারক স্বাক্ষর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ