Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাপশক ও বিটিসিএল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি আধুনিক, স্বতন্ত্র ও যুগোপযোগী টেলিযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক) এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিঃ (বিটিসিএল)-এর মধ্যে ২৭ অক্টোবর, রূপপুর এনপিপি ভবন-এর সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। সমঝোতা স্মারকটিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর পক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আলী জুলকারনাইন এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিঃ-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ কবির হোসেন ভূঁঞা স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে বাপশক-এর সদস্য (পরিকল্পনা) ডঃ আলেয়া বেগম, বিটিসিএল-এর সদস্য (রওচা) প্রকৌশলী মোঃ মাউদুদুল হক এবং প্রকল্প পরিচালক ডঃ মোঃ শৌকত আকবরসহ বাপশক ও বিটিসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ইতোমধ্যে, বিটিসিএল-এর সহযোগিতায় প্রকল্প এলাকা পর্যন্ত অপটিক্যাল ফাইবার স্থাপনের মাধ্যমে দ্রæতগতির ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এ টেলিযোগাযোগ ব্যবস্থাটি আরও প্রসারিত ও উন্নত করা হবে। স্মর্তব্য যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাংলাদেশ সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। রাশিয়ান ফেডারেশনের আর্থিক ও কারিগরী সহযোগিতায় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রæতগতিতে এগিয়ে চলছে। ২০২৪ সাল নাগাদ দুটি ভিভিইআর-১২০০ টাইপ রিয়্যাকটর হতে মোট ২৪০০ মেগা ওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে আশা করা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাপশক ও বিটিসিএল-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ