Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরতীর পর নতুন চলচ্চিত্রে নিপুণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। ২০১৮ সালে নিপুণ সর্বশেষ একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। তারপর আর অভিনয় করেননি। বিরতী শেষে গত ৭ সেপ্টেম্বর তিনি নাট্যনির্মাতা সাইদুল ইসলাম রানা’র প্রথম চলচ্চিত্র ‘বীরত্ব’ সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির প্রযোজক শুক্লা বনিক। ইকবাল মাহমুদ বাপ্পীর সার্বিক সহযোগিতায় সিনেমাটি নির্মিত হবে ‘পিং পং এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে। পরিচালক জানান, আগামী ১ অক্টোবর থেকে ফরিদপুরে সিনেমাটির প্রথম লটের কাজ শুরু হবে। প্রথম লটেই নিপুণ অভিনয় করবেন। নিপুণ জানান, ‘সিনেমার গল্পটি আমার কাছে খুব ভালো লেগেছে। যে চরিত্রে অভিনয় করবো, সেটাও বেশ ভাল। আমার কাছে পুরো টিমটাও বেশ গুছানো মনে হয়েছে। যদিও এখন আর আগের মতো অভিনয়ে নিয়মিত নই, তবে ভালো গল্প ও চরিত্রে কাজ করার সুযোগ পেলে কাজ করার আগ্রহ রয়েছে। বীরত্ব সিনেমাটির গল্প ও চরিত্র ভাল লেগেছে বলেই অভিনয় করছি। ‘বীরত্ব’ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। তিনি নিজেও সিনেমার জন্য গান রচনা করেছেন। এদিকে ২০১৬ সালের জানুয়ারিতে বনানীতে সৌন্দর্য্য চর্চা বিষয়ক প্রতিষ্ঠান ‘টিউলিপ’র যাত্রা শুরুর মধ্যদিয়ে একজন ব্যবসায়ী হিসেবে নিপুণের যাত্রা শুরু হয়। তার চেষ্টায় এরইমধ্যে ‘টিউলিপ’ দেশের অন্যতম সেরা সৌন্দর্য্য চর্চা বিষয়ক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই অভিনয়ে নিপুণ আগের মতো নিয়মিত নন। তার ব্যস্ততা টিউলিপ নেইলস অ্যাÐ স্পা এবং টিউলিপ ফ্যাশন’কে ঘিরে। ব্যবসাতেই তিনি পুরোপুরি মনোযোগী। নিপুণ বলেন, এটা ঠিক, যদি ব্যবসা ঠিকঠাক মতো না চালিয়ে যেতে পারতাম তাহলে করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে পারতাম না। আমার বিশ^াস বীরত্ব সিনেমাটি খুউব ভালো একটি সিনেমা হবে।’ ২০১৮ সালে নিপুণ উত্তম আকাশের নির্দেশনায় সর্বশেষ ‘ধুসর কুয়াশা’ সিনেমায় অভিনয় করেছিলেন। ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন নিপুণ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ