Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকাকে ইরানের সঙ্গে আচরণ সংশোধন করতে হবে: সুইস মন্ত্রীকে রুহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ৯:২৩ এএম

ইরানের ওপর আমেরিকার আরোপিত অন্যায় ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকারের এ ধরনের দাম্ভিক আচরণ ও হুমকি-ধমকির কাছে তার দেশ নতিস্বীকার করবে না।

ইরান সফররত সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস সোমবার তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, দু’টি দেশের সম্পর্ক হওয়া উচিত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর ভিত্তিতে; অথচ আমেরিকা সেসব আইন লঙ্ঘন করে বহু বছর ধরে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও এদেশের ইসলামি শাসনব্যবস্থা উৎখাত করার চেষ্টা করছে।

রুহানি বলেন, আমেরিকা যেদিন তার অতীত ভুলের পুনরাবৃত্তি বন্ধ করবে এবং ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে সেদিন তার সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনা করা হবে তার আগে নয়।

সাক্ষাতে সুইস পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে তার দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একশ বছর পূর্তির প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের সঙ্গে সুইজারল্যান্ডের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্ককে আরো শক্তিশালী করা উচিত।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ