Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প নাকি বলেছেন, ম্যান্ডেলা কোনো নেতাই ছিলেন না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ২:৩১ পিএম

আগামী ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয়েছে একের পর এক বিতর্ক। দুই বছর আগে ফ্রান্স সফরে গিয়ে ট্রাম্প প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন মেরিন সেনাদের শ্রদ্ধা জানাননি। উপরন্তু ট্রাম্প তাঁদের লুজার (পরাজিত) বলে কটাক্ষও করেন বলে একটি সংবাদমাধ্যমের খবর বেরিয়েছে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা সম্পর্কেও কটাক্ষপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প নাকি বলেছেন, "ম্যান্ডেলা কোনো নেতাই ছিলেন না"। ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন তার নিজের নতুন একটি বইয়ে এসব তুলে ধরেছেন বলে শনিবার সংবাদ প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। খবর রয়টার্সের।

ওয়াশিংটন পোস্ট-এর খবরে বলা হয়, কোহেন নিজের বইয়ে ২০১৩ সালে ম্যান্ডেলার মৃত্যুর পরের ঘটনা তুলে ধরেন। বর্ণাবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার মৃত্যুর পর ট্রাম্প বলেন, ‘ম্যান্ডেলা পুরো দেশ শেষ করে দিয়েছেন। এখন দেশটি একটি বর্জ্যে পরিণত হয়েছে। তিনি কোনো নেতা ছিলেন না।’ ট্রাম্প দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসনের উচ্চ প্রশংসা করেছিলেন বলে বইয়ে উল্লেখ করেন কোহেন।
কোহেন বেশ কয়েক বছর ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী হিসেবে কাজ করেন। গত বছর ট্রাম্পের অভিশংসন নিয়ে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে ট্রাম্পের সরাসরি সমালোচনা করেন কোহেন। কংগ্রেসে মিথ্যা বলার অভিযোগে তাঁর তিন বছর কারাদণ্ড হয়। বর্তমানে তিনি কারাবন্দী। তাঁর নতুন বই আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা। তবে ওই বইয়ের একটি কপি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর হাতে এসেছে।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান সামনে এনে রাজনীতির মাঠ গরম করা ট্রাম্প ওবামাসহ অন্য কৃষ্ণাঙ্গ নেতাদের কঠোর সমালোচনা করেন। ওবামা যখন ক্ষমতায় ছিলেন, তখন একের পর এক সমালোচনা করতে দেখা যেত ট্রাম্পকে। ওবামার বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ও ওবামাকে খাটো করার জন্য ট্রাম্পের চেষ্টার কথাও বইয়ে তুলে ধরেছেন কোহেন। অপ্রকাশিত বইয়ে কোহেন বলেন, ওবামাকে তুচ্ছতাচ্ছিল্য ও বিদ্রূপ করতে লোক ভাড়া করেছিলেন ট্রাম্প। ভাড়া করা ওই কৃষ্ণাঙ্গকে দিয়ে ভিডিও ও বানান।
হোয়াইট হাউসের মুখপাত্র কাইলি ম্যাকনানি কোহেনের বইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, মাইকেল কোহেন একজন অপরাধী ও নিষিদ্ধ আইনজীবী, যিনি কংগ্রেসে মিথ্যা বলেছেন। তিনি তাঁর সব বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তাঁর সর্বশেষ এই মিথ্যা প্রচারণায় অবাক হওয়ার মতো কিছু নয়। সূত্র : রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ