মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ড্যানিশ প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন। এই ঘটনার জেরে আসন্ন ডেনমার্ক সফর বাতিল করেছেন ট্রাম্প।
ট্রাম্পকে তার প্রস্তাবের জন্য পাগল বলে আখ্যায়িত করছে। দেশটির প্রধানমন্ত্রী তো ট্রাম্পের এ প্রস্তাবকে উদ্ভট খায়েশ বলেও মন্তব্য করেছেন। আর এর পরই আগামী মাসের ডেনমার্ক সফর বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ট্রাম্প নিজেও টুইট করেছেন এ নিয়ে। রানি দ্বিতীয় মারগ্রেথের আমন্ত্রণে আগামী ২ সেপ্টেম্বর ডেনমার্ক যাওয়ার কথা ছিল ট্রাম্পের। কিন্তু মঙ্গলবার তিনি এক টুইটে জানান, ডেনমার্ক সফরে যাওয়ার আর ইচ্ছা নেই তার।
ট্রাম্প বলেন, ডেনমার্ক বিশেষ একটি দেশ, সেখানকার মানুষরাও অসাধারন। কিন্তু, গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে আলোচনায় কোনো আগ্রহ নেই, প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসনের এ মন্তব্যের ভিত্তিতে দুই সপ্তাহ পর আমাদের নির্ধারিত বৈঠকটি অন্য কোনো সময়ের জন্য পিছিয়ে দিচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।