Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার দুই ব্রিজের বিপজ্জনক সংযোগ স্থল

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ৯:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণঘাটে তিতাস নদী ও টাউন খালের ওপর নির্মিত দুই ব্রিজের সংযোগস্থল বিপজ্জনক হয়ে উঠেছে। ব্রিজের গোড়াতে দোকানপাট আর বিভিন্ন ধরনের যানবাহনের পার্কিং সৃষ্টি করেছে এই পরিস্থিতির। এতে যানবাহন চলাচলও বিঘিœত হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট। এলাকার মানুষ এ অবস্থা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। 

তিতাস নদীর ওপর জেলা সদরের সাথে নবীনগরের সড়ক যোগাযোগ স্থাপনে একটি দীর্ঘ সেতু নির্মিত হয়েছে সম্প্রতি। এই সেতুর উত্তর পাশের এপ্রোচ আর পশ্চিম পাশে টাউন খালের ওপর নির্মিত ব্রিজের ঢালু একই জায়গায় আমিনপুরে মিলেছে।
সরজমিনে দেখা গেছে, দুই ব্রিজের গোড়ার ওই জায়গা রিকশা, সিএনজি এবং মোটরসাইকেলের পার্কিংস্থল হয়ে গেছে। এ কারণে আমিনপুর গ্রামে ঢুকতে গিয়েও ঝামেলা পোহাতে হচ্ছে এলাকার মানুষকে। তাছাড়া দুটি ব্রিজের গোড়াতে অবৈধভাবে অনেক দোকানপাট গড়ে উঠেছে। টাউন খালের ওপর নির্মিত ব্রিজের ওপরে এবং পশ্চিমপাশের মুখে ইজিবাইক ও রিকশা পার্কিং করছে। এতে সদর ও নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে হাজার হাজার মানুষের যাতায়াত দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে।
সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান জানান, তিতাস নদীতে সেতু নির্মিত হওয়ার পর নবীনগরের কুড়িঘর পর্যন্ত রাস্তার দু’পাশে হাওরের দৃশ্য দেখতে প্রতিদিন দেশের বিভিন্নস্থান থেকে হাজার হাজার মানুষ আসে। ফলে অনেক যানবাহনের চাপ রয়েছে। তাছাড়া সদরের সাদেকপুর হয়ে নবীনগর যাওয়ার রাস্তা দিয়েও শতশত যানবাহন চলাচল করে। কিন্তু ব্রিজ দুটির গোড়ার এই অবস্থার কারণে যানবাহন চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। মানুষ চলাচল করতে পারছে না।
আমিনপুর গ্রামের রুবেল জানান, নতুন সেতুর এপ্রোচের ব্লক এরই মধ্যে খুলে পড়েছে। সম্প্রতি জেলা প্রশাসকের কাছে এক আবেদনে সেখানে গাড়ি পার্কিং, যানবাহনের নির্বিঘ্ন চলাচলে সেতু দুটির ঢালুতে গোলচত্বর বা আলাদা লেন এবং যাত্রীছাউনি করার দাবি জানানো হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিজ

২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ