প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তাকে নিয়ে যদি কখনও জীবনী চলচ্চিত্র নির্মিত হয় তাহলে নিজের ভূমিকায় অভিনেতা রিস ইফান্সকে দেখার আশা প্রকাশ করেছেন গায়ক গীতিকার রড স্টুয়ার্ট। স¤প্রতি এক সাক্ষাতকারে তার সম্ভাব্য বায়োপিকে তার ভূমিকায় একজনকে বেছে নিতে বললে স্টুয়ার্ট ইফান্সকে বেছে নেন। বিবিসি রেডিও টু’র স্টিভ রাইট এক পর্যায়ে বলেন : “আমি একদিন ভাবছিলাম আপনাকে নিয়ে চলচ্চিত্রে কে অভিনয় করতে পারে। অবশ্যই আপনিই কাজটি করতে পারেন, তবে আপনার তরুণ বয়সের ভূমিকায় কে অভিনয় করতে পারে? আমি রিস ইফান্সের কথা ভেবেছি।” সঙ্গে সঙ্গে ৭৫ বছর বয়সী গায়কটি বলেন : “ধারণাটি খুব ভাল।” ইফান্স যেসব চরিত্রে অভিনয় করেছেন তার মধ্যে আছে- ‘নটিং হিল’-এর স্পাইক, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ –পার্ট ওয়ান’-এর যেনোফিলিয়াস লাভগুড এবং ‘অ্যামেজিং স্পাইডার-ম্যান’-এর ড. কার্ট কনর্স/দ্য লিযার্ড। গায়ক জানিয়েছেন তার ছেলে অ্যালিস্টেয়ার (১৪) তার কিশোর বয়সের ভূমিকায় অভিনয়ের ইচ্ছা জানিয়েছে। তিনি বলেন : “আমাদের অনেক মিল আছে।” কুইন ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারিকে নিয়ে ২০১৮’র ‘বোহেমিয়ান রাপসোডি’র ভূয়সী প্রশংসা করেছেন ‘প্যাশন’, ‘ডু ইউ থিংক আই’ম সেক্সি’, ‘সাম গাইজ হ্যাভ অল দ্য লাক’, ‘বেবি জেইন’ এবং ‘ইয়াং টার্ক’ গানগুলোর জন্য খ্যাত স্টুয়ার্ট। “ফ্রেডি মার্কারিরটি খুব ভাল হয়েছে। এর চেয়ে ভাল করা খুব কঠিন, তবে চেষ্টা করে দেখা যায়,” তিনি বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।