প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
উত্তরের প্রাচীণ জনপদ নীলফামারীতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে। একসময়ের মঙ্গা কবলিত, পিছিয়ে পড়া উত্তরের এই জনপদ এখন সকল সীমাবদ্ধতাকে পেছনে ফেলে হয়ে উঠছে আলোকিত জনপদ। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডের অভ্যন্তরে নীলফামারীর বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয়েছিলো এই পর্বটি। ইপিজেডের অভ্যন্তরে বর্ণিল আলোয় আলোকিত মঞ্চের সামনে দর্শক ছিলেন ইপিজেডের কয়েক হাজার শ্রমজীবি ও নীলফামারীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য’র উপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। রয়েছে নেদারল্যান্ডস্ প্রবাসী আনোয়ারার পরিবারকে খুঁজে পাওয়ার ঘটনা, রয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার গ্রাম, বাড়ি এবং তার বন্দিশালা রোবেন আইল্যান্ডের উপর একটি প্রতিবেদন। এই অঞ্চলের শ্রমজীবি মানুষদের হাতে তৈরী বিশ্ব খ্যাত ব্র্যান্ডের পণ্যসামগ্রী নির্মাণের বিস্ময়কর কাহিনী। রয়েছে নীলগাছ-নীলচাষ আর নীলকরদের অত্যাচার, ভাওয়াইয়া সঙ্গীত সম্রাট আব্বাসউদ্দিন, নীলসাগর, চিনি মসজিদ, রেলওয়ে কারখানার উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। নীলফামারীর সন্তান ইবরার টিপু ও স্থানীয় শিল্পীদের মাধ্যমে পরিবেশিত হয় এ অঞ্চলের প্রায় ১৫০ বছর পুরাণো একটি চট্কা গান। এছাড়াও নীলফামারীকে নিয়ে রচিত একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন উত্তরা ইপিজেডের এক দল শ্রমজীবি মানুষ। দর্শক পর্বের ২য় পর্বে নির্বাচিত দর্শকরা আঞ্চলিক ভাষায় একটি নাট্যাংশে অভিনয় করেন। দর্শকদের হাতে পুরস্কার তুলে দেন নীলফামারীর কৃতী সন্তান সাবেক মন্ত্রী এবং অভিনেতা আসাদুজ্জামান নূর। এই পর্বে হানিফ সংকেতের সঙ্গে রয়েছে তার একটি ভিন্নরকম সাক্ষাৎকার। নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র পর্ব। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কস্মেটিকস্ এর সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।