Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া : ‘ভারত কী আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করে দেবে‘

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৭ পিএম | আপডেট : ৫:০৪ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২০

সম্প্রতি ভারতের সঙ্গে তার সবচেয়ে নিকটতম প্রতিবেশী নেপালের সঙ্গে বিগত কয়েক বছর ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে। অথচ ভারত আর নেপাল- দুই দেশেই সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। তারপরও কেন দুটি দেশের মধ্যে নানা ইস্যুতে মতান্তর হচ্ছে। বিবিসির এক প্রতিবেদকের মাধ্যমে তারই একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে।
গত মে মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ধারচুলা থেকে চীন সীমান্তে লিপুলেখ পর্যন্ত একটি রাস্তা উদ্বোধন করেন। নেপালের দাবি ছিল যে ওই রাস্তা তাদের এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে। তার আগে, ভারত শাসিত জম্মু-কাশ্মীর রাজ্য থেকে লাদাখকে যখন আলাদা করা হল, তারপর ভারত যে নতুন মানচিত্র প্রকাশ করেছিল, তাতে লিপুলেখ আর কালাপানি- এই দুটি অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত বলেই দেখানো হয়েছিল।
এবছর, নেপাল তাদের দেশের একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে, কালাপানি আর লিপুলেখ তাদের দেশের অংশ বলে দেখায়। তারপরেই দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে সীমানা নিয়ে বিবাদ আবারও সামনে এসেছে। এই প্রসঙ্গে নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার গ্যায়ালি বলছিলেন, "নেপাল আর ভারতের মধ্যে সীমানা নিয়ে যে বিবাদ রয়েছে, তা সমাধান করতেই হবে। যতদিন না এর মীমাংসা হচ্ছে, ততদিন এই ইস্যুটা ফিরে ফিরে আসবে। সীমান্ত সমস্যার সমাধান না হলে দুই দেশের সম্পর্ক বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবে না।"
প্রদীপ গ্যায়ালি বলেন, "ইতিহাসের যেসব অমীমাংসিত সমস্যা উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকারের ওপরে এসে পড়েছে, সেগুলোর সমাধান করতেই হবে। কিন্তু‘ নেপাল এটা চায় না যে সীমান্ত সমস্যার কারণে দুই দেশের বাকি সব সম্পর্ক বন্ধ হয়ে যাক। সেগুলোকে সচল রেখেই সীমান্ত সমস্যা মেটাতে হবে, আবার অন্যদিকে লিপুলেখ এবং কালাপানি - এই ইস্যুটাও নেপালের সার্বভৌমত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"
সীমান্ত নিয়ে যখন দুই দেশের মধ্যে মতভেদ চলছে, তার মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মন্তব্য করেছিলেন যে তাকে পদচ্যুত করতে একটা ষড়যন্ত্র চলছে দিল্লিতে আর কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে। নেপালের বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে সত্যিই কি নেপালের প্রধামন্ত্রীকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছিল ভারত?
প্রদীপ গ্যায়ালির জবাব ছিল, "আমার মনে হয় ভারতীয় সংবাদ চ্যানেলগুলোতে ওই সময়ে যে ধরনের খবর প্রচারিত হচ্ছিল, তার দিকেই ইঙ্গিত করেছিলেন প্রধানমন্ত্রী ওলি। নেপালের পক্ষে খুবই অপমানজনক খবর দেখানো হচ্ছিল নিয়মিত। কোনও দেশের অভ্যন্তরীন বিষয়ে অথবা সেদেশের সরকারের সামনে যে সঙ্কট চলছিল, তা নিয়ে এধরনের খবর কেন দেখানো হবে!"
প্রদীপ কুমার গ্যায়ালি বলেন, "অন্য দেশের সংবাদমাধ্যম বা সেখানকার কথিত বুদ্ধিজীবিরা কি নেপালের বিদেশনীতি তৈরি করে দেবেন? তারা ঠিক করবেন নাকি যে নেপাল কোন দেশের সঙ্গে কীরকম সম্পর্ক রাখবে? নেপালের বিদেশনীতি কোনও দ্বিতীয় বা তৃতীয় দেশ তৈরি করে দেয় না।"
ভারতীয় গণমাধ্যমের একাংশের বিরুদ্ধে নেপাল-বিরোধী খবর নিয়মিত প্রচার করার জন্য বেশ কয়েকবছর আগে কয়েকটি ভারতীয় চ্যানেল নেপালে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। সেই সময়ে ভারত থেকে নেপালের কোনও পণ্যবাহী ট্রাক যেতে দেওয়া হচ্ছিল না - পেট্রল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যের জন্য ভারতের ওপরেই তারা নির্ভরশীল, সেগুলোর সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।
মি. গ্যায়ালি বলেন, সেটা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম দফার সরকারের সময়ে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের দুটো দিক আছে। একটা দিকে অবকাঠামো উন্নয়নের মতো খাতগুলোতে যখন দুই দেশের মধ্যে খুব ভাল কাজ হচ্ছে, নেপালের ভূমিকম্পের পরেও ভারত খুব সাহায্য করেছিল। আবার পেট্রলিয়াম পাইপলাইনের ব্যাপারেও ভারতের সহযোগিতা পাচ্ছে নেপাল।
প্রদীপ গ্যায়ালি বলেন, কিন্তু‘ অন্যদিকে বেশ কিছু বিষয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে জটিলতাও আছে - সব থেকে গুরুত্বপূর্ণ সীমান্ত বিবাদ। আর এটাও ভুললে চলবে না মি. মোদীর প্রথম দফায় সরকারে থাকার সময়েই কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল নেপালকে। ধর্মকে দেশের অভ্যন্তরীন বিষয়ে যেমন টেনে আনা উচিত নয়, তেমনই অন্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ধর্মীয় বিষয় আনা উচিত নয়। সূত্র: বিবিসি বাংলা।



 

Show all comments
  • Ranju Ahmed ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৫ পিএম says : 0
    হিন্দুরাষ্ট্র নেপালে ভারতকে চিনতে পারলে আমরা মুসলমান হয়ে ভারতকে চিনতে পারলাম না
    Total Reply(2) Reply
    • ৩ সেপ্টেম্বর, ২০২০, ১:২৪ পিএম says : 0
    • সাইফ ৩ সেপ্টেম্বর, ২০২০, ১:২৪ পিএম says : 0
      কথাটা যথার্তই বলেছেন "আমরা" মানে আমি - আপনি সাধারন জনগণ সবাই কিন্তু দায়ী এর জন্যে!কেননাঃ আমরা কি পেরেছি ভারতীয় পন্য ত্যাগ করতে???তাদের নোংরা টিভি চ্যানেল গুলো ত্যাগ করতে???যদি না পারি তবে কে কে দায়ী???
  • Didarul Islam Didar ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৬ পিএম says : 0
    স্যালুট
    Total Reply(0) Reply
  • Chowdhry Shaheb ৩ সেপ্টেম্বর, ২০২০, ২:৫০ পিএম says : 0
    দেখো বাঙালি! দেখো সাহস,দেশপ্রেম কাকে বলে
    Total Reply(0) Reply
  • মনির হোসেন মনির ৩ সেপ্টেম্বর, ২০২০, ২:৫০ পিএম says : 0
    এভাবে মেরুদণ্ড সোজা করে কথা বলার মত মন্ত্রী আমাদের নাই
    Total Reply(0) Reply
  • Mannan Bhuiyan ৩ সেপ্টেম্বর, ২০২০, ২:৫১ পিএম says : 0
    জাগো বাংলাদেশ...
    Total Reply(0) Reply
  • Rashid Ahmed ৩ সেপ্টেম্বর, ২০২০, ২:৫১ পিএম says : 2
    নেপালে ভারতের দাদাগিরি চলে গেছে বাংলাদেশের উপর থেকে চলে যাবে।ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mohammad Salim ৩ সেপ্টেম্বর, ২০২০, ২:৫৩ পিএম says : 0
    এই সাহসিকতার মুল পরিচয় গণতন্ত্রের জাতীয় ঐক্য।
    Total Reply(0) Reply
  • Sarkar Rafique Ahmed ৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩১ এএম says : 0
    Very nice
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-নেপাল

১৫ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ