মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত বিরোধিতার জেরে ঘোর সঙ্কটে পড়ে গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি। নিজের দলের শীর্ষ নেতারাই দাবি করছেন তার পদত্যাগের। শনিবার সকাল এগারোটায় নেপাল কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। অলির ভাগ্য সেখানেই নির্ধারিত হত। কিন্তু সেই বৈঠক শেষপর্ন্ত স্থগিত হয়ে গিয়েছে। বৈঠক হবে আজ রোববার।
ভারতের বিরোধিতা করতে গিয়ে নিজেই যে নিজের দলে প্রবল বিরোধিতার সম্মুখীন হবেন তা হয়তো বুঝতে পারেননি নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ডের কাছে বিতর্কিত তিনটি এলাকা নেপালের ম্যাপে স্থান দিয়ে নতুন মানচিত্র সংসদে পাশ করিয়ে নিয়েছিলেন তিনি। সে সময় দলের সবাই তাকে সমর্থন করলেও তার কয়েকদির পরেই অলি দাবি করেন, নেপালের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিলে তাকে উচ্ছেদ করার ছক কষেছে ভারত। নেপালের বিভিন্ন হোটেল ও ভারতীয় দূতাবাসে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এর সঙ্গে জড়িত দেশের কিছু নেতাও।
তার এই দাবি এখন সত্যি হতে শুরু করেছে। যারা তাকে সমর্থন দিয়েছিলেন, তাদের বেশিরভাগই এখন ডিগবাজি দিয়ে উল্টো ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য অলিকে দোষারোপ করছেন। তারা বলছেন যে, চীনের প্ররোচনায় পা দিয়ে অলি যেসব মন্তব্য ভারতের বিরুদ্ধে করেছেন তা রাজনৈতিক ও কূটনৈতিক ভাবে কখনওই সমর্থন করা যায় না। এতেই বোঝা যায়, নেপালে ভারতের কতোটা প্রভাব রয়েছে এবং তাদের দাদাগিরি না মানলে সেখানে টিকে থাকা কঠিন। সূত্র: কাঠমান্ডু পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।