Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প সহিংসতা থামাতে পারবে না : বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রে চলমান নির্বাচনী সহিংসতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। সোমবার প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার কড়া জবাব দেন। দেশের বর্তমান সংঘাতের জন্য ট্রাম্পকে দায়ী করে বক্তব্য রাখেন বাইডেন।ট্রাম্প সহিংসতা থামাতে পারবেন না বলেও মন্তব্য করেন। খবর নিউইয়র্ক টাইমসের। ট্রাম্প বলেছিলেন বাইডেন ক্ষমতায় আসলে দেশে বিশৃঙ্খলা তৈরী হবে। এর জবাবে বাইডেন বলেন, কেউ কী বিশ্বাস করবে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসলে আমেরিকায় সহিংতা কমবে?’ তিনি বলেন, ‘আমাদের আমেরিকায় ন্যায়বিচার দরকার, আমাদের আমেরিকায় নিরাপত্তা দরকার। আমরা বহু ধরনের সমস্যায় জর্জরিত। ট্রাম্পের আমলে এসব সমস্যাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন।’ ফলে ট্রাম্প কিছুতেই সমস্যার সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেন বাইডেন। বাইডেন বলেন, বেপরোয়াভাবে সহিংসতায় উস্কানি দিয়েছেন মি. ট্রাম্প। শনিবার বø্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের সঙ্গে ট্রাম্পপন্থী একটি মিছিলের কর্মীদের সংঘর্ষ হলে গুলিতে একজন নিহত হয়। পুলিশের গুলিতে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লুয়েডের মৃত্যুর পর থেকে পুলিশের নিষ্ঠুরতা এবং বর্ণবৈষম্যের প্রতিবাদে বিক্ষোভের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে পোর্টল্যান্ড। মিনিয়াপোলিসে গত ২৫শে জর্জ ফ্লুয়েড নিহত হওয়ার ঘটনায় দেশে বিদেশে ব্যাপক বিক্ষোভ হয়। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক লেখালেখির পর শহরে পাল্টা জমায়েত করতে না আসার জন্য সতর্ক করে দিয়েছেন মেয়র হোয়েলার। আপনারা যারা আজ সকালে টুইটারে লেখালেখি করছেন যে, আপনারা প্রতিশোধ নিতে পোর্টল্যান্ড আসবেন, আমি আপনাদের আহবান জানাচ্ছি যে, দ‚রে থাকুন, তিনি লিখেছেন। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পাল্টা জবাব দিয়ে তিনি বলছেন, মার্কিন প্রেসিডেন্টই বরং বিদ্বেষ আর বিভেদ তৈরি করছেন। নিউইয়র্ক টাইমস।

 



 

Show all comments
  • md anwar ali ২ সেপ্টেম্বর, ২০২০, ৯:১২ এএম says : 0
    তার আচরনে মানুষ অতিষ্ঠ, সহিংসতা আরো বাড়বে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ