মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের দখলকৃত প‚র্ব জেরুজালেমে নিজের তৈরি করা বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে বাধ্য হয়েছেন ফিলিস্তিনের আলা বোরখান। এর আগে সেখানকার ইসরাইলি আদালত এটিকে অবৈধ ঘোষণা করে গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দেয়। খবর আরব নিউজের। ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে নির্মাণের অনুমতি না নিলে প‚র্ব জেরুজালেম ও দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিজস্ব জায়গায় ওঠানো বাড়ি গুঁড়িয়ে দিতে বাধ্য করে দখলদার বাহিনী। জাতিসংঘ জানিয়েছে, বাড়ি নির্মাণের অনুমতি পাওয়াটা ‘কার্যত অসম্ভব’, এর ফলে সেখানে ব্যাপক আবাসন সংকট তৈরি হয়েছে। বোরখান বলেন, আমি ভবন নির্মাণের জন্য সিটি হলের কাছে আবেদন করেছি, কিন্তু অনুমতি পাইনি। তিনি বলেন, আমি আইনি ফি ও জমি জরিপের জন্য ৭৫ হাজার শেকেল (২২ হাজার ডলার) ব্যয় করেছি। বোরখান আরও বলেন, আমি আমার সব পুঁজি এই ভবন নির্মাণের পেছনে ব্যয় করেছি। চার বছর ধরে ৮ লাখ শেকেল ব্যয় করে আমি এই বাড়ি তৈরি করেছি। কিন্তু নিজের হাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এখন পরিবার নিয়ে একটি ভাড়া বাড়িতে উঠেছেন বোরখান। আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।