মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্রয়ের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) ‘কোভ্যাক্স’ নামে যে বিশেষ পদক্ষেপ নিয়েছে তাতে তহবিল যোগানের ঘোষণা দিয়েছে ইউরোপীয়ান কমিশন। যদিও ডবিøউএইচও বলছে, জার্মানি চুক্তিতে যোগ দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় কমিশন সোমবার ঘোষণা দিয়েছে, তারা ডবিøউএইচও’র ভ্যাকসিন প্রকল্পে ৪০০ মিলিয়ন ইউরো (৪৭৮ মিলিয়ন ডলার) তহবিল বরাদ্দ করবে। তবে এর মাধ্যমে ইইউভ‚ক্ত দেশগুলোর জন্য ভ্যাকসিনটির ডোজ নেয়া হবে কিনা এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি জোটটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়েসুস সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোভ্যাক্স ফ্যাসিলিটিতে আজ জার্মানি যোগ দিয়েছে এবং আমরা ইইউ সদস্য দেশগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। জোট হিসেবে ইইউ সদস্যদের যোগদানের সম্ভাবনাটিও যাচাই করছি আমরা।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি এই মহামারিটি শেষ করার সর্বোত্তম উপায় হলো সংহতি, সহযোগিতা ও একতাবদ্ধ হওয়া।’ প্রসঙ্গত, সব দেশের জন্য ২০২১ সালের মধ্যে ভ্যাকসিন উৎপাদকদের কাছ থেকে ২০০ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ ক্রয়ে কোভ্যাক্স নামের বিশেষ এই পদক্ষেপ গ্রহণ করেছে ডবিøউএইচও। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।