Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ২:২১ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নালভী বেওয়া(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নালভী বেওয়া পৌরশহরের কাজীখানা রোডের মুক্তিযোদ্ধা মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী বলে জানা যায়।
ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, নালভী বেওয়া বারান্দার উঠানের টিন সরাতে গিয়ে টিনের সাথে থাকা বিদ্যুতের তার লেগে টিন বিদ্যুতায়িত হওয়ার কারনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে নালভী বেওয়ার মেয়ে মঞ্জীলা বেগমের সাথে কথা বললে সে জানায়, তার মা একা ওই বাড়ীটিতে ভাড়া থাকতেন। কখন ইলেকট্রিক তার ফল্ট হয়ে টিন বিদ্যুতায়িত হয়ে যায় সে বুঝতে না পারায় এই দূঘটনাটি ঘটে।
ফুলবাড়ী থানার ওসি তদন্ত মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার পরিবারের কোন দাবী দাওয়া না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ