Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইডেন ও নরওয়েতে কুরআন অবমাননায় তীব্র নিন্দা পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ২:৫৯ পিএম

সুইডেন এবং নরওয়েতে পবিত্র কুরআনের অনুলিপি পুড়িয়ে দেয়ার সাম্প্রতিক ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। রোববার দেশটির পররাষ্ট্র দফতরের দেয়া এক বিবৃতিতে এই নিন্দা জানিয়ে বলা হয়েছে, ‘বাকস্বাধীনতা ধর্মীয় বিদ্বেষকে ন্যায়সঙ্গত করতে পারে না।’

টুইটারে পোস্ট করা ওই বিবৃতিতে পররাষ্ট্র দফতরের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, ‘এ জাতীয় ইসলামফোবিক ঘটনাগুলোর উত্থান যে কোনও ধর্মের চেতনার বিপরীতে।’ তিনি বলেন, ‘অন্যের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা একটি সম্মিলিত দায়িত্ব এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, গত শুক্রবার সুইডেনের দক্ষিণের শহর মালামোতে ডানপন্থী চরমপন্থীরা পবিত্র কুরআনের একটি অনুলিপি পুড়িয়ে দেয়। পরেরদিন শনিবার সেখানে কমপক্ষে ৩০০ জন মানুষ ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে জড়ো হলে দাঙ্গা শুরু হয় বলে পুলিশ জানিয়েছিল। দেশটির পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বিক্ষোভকারীরা পুলিশদের দিকে ইট, পাথর নিক্ষেপ করছিল এবং গাড়ির টায়ারে আগুন দেয়া হয়েছিল।’ তিনি আরও জানান, ‘একই জায়গায় যেখানে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে বিক্ষোভ আরও বেড়েছে।’

সুইডেনের সংবাদমাধ্যম ডেইলি আফটনব্লাডেট জানিয়েছে, শুক্রবার মালামোতে ইসলামবিরোধী বেশ কয়েকটি কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল, তার মধ্যে একটি প্রকাশ্য চত্বরে তিনজন লোক পবিত্র কুরআনের অনুলিপিতে লাথি মারছিল। এদিকে, নরওয়ের রাজধানী ওসলোতে শনিবার ইসলামবিরোধী বিক্ষোভের সময়, ‘স্টপ দ্য ইসলামাইজেশন অব নরওয়ে (এসআইএন)’ নামের একটি ডানপন্থী গোষ্ঠীর একজন বিক্ষোভকারী পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে তার উপর থুতু ছিটিয়ে দিয়েছিল বলে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে। সূত্র: ডন।



 

Show all comments
  • abul kalam ৩১ আগস্ট, ২০২০, ৩:২৯ পিএম says : 8
    কোন লাভ হবেনা ইসলাম সত্য এবং সত্য থামানো যাবে না
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৩১ আগস্ট, ২০২০, ৫:৫৪ পিএম says : 8
    আল্লাহ্ লৌহে মাহফুজের পবিত্র কোরান অবমাননা কারী ইহুদি কাফের মুনাফের ইসলামের দুষমন দের ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ধ্বংস করে করে দাও আল্লাহ্ । গজবে এলাহি তো চলছে ভয়ংকর গজব আজাব ধ্বংসযজ্ঞ পরিনত হবেই। মুনাফেকের দল। জালেমের দল পৃথিবীর একমাত্র সত‍্য ধর্ম ইসলাম। প্রত‍্যেক ঈমানদার মুসলমানদের অন্তরে আগুন জ্বালানি দিয়েছে পবিত্র কোরান পুড়িয়ে। বিশ্বের সকলস্তরের মুসলমানদের তীব্র প্রতিবাদ করুন আলেম ওলামায়ে কেরাম এবং রাষ্ট্রিয় ভাবে প্রতিবাদ করা উচিত। আল্লাহ্ ইসলাম মুসলমানদের পকৃত হেফাজত কারি। সমগ্র বিশ্বের মুসলমানদের ইসলামের পতাকা তলে আশার তৌফিক দিন। আমিন।
    Total Reply(0) Reply
  • Rahman Moshiur ১ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৫ পিএম says : 5
    May Allah save the Holly Quran and the Muslim
    Total Reply(0) Reply
  • Enam Murshed ১ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৩ পিএম says : 3
    These ............s should be cross fired or sent to gas chamber
    Total Reply(0) Reply
  • Abdur Razzak Mallik ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম says : 4
    আললাহ এদের এমন শাস্তি দিন জাতে দুনিয়ায় উদাহরণ হয়ে থাকে,
    Total Reply(0) Reply
  • হাদিস উদ্দিন ২ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৯ এএম says : 7
    আমরা কষ্ট পেয়েছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ