Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ৩ ভাইয়ের ১ ভাই নিহত, আহত ২

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ৪:২০ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী আপন ৩ ভাইয়ের মধ্যে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মো. আবুল হোসেন (৫৫) আহত শাহ আলম (৬৫) ও সোহরাব হোসেন (৭০) আপন ৩ ভাই মোটর সাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পিছন থেকে একটি গাড়ী তাদেরকে বহনকারী মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পরে। এঘটনায় ঘটনা স্থলেই ছোট ভাই আবুল হোসেনের মৃতু হয়। এছাড়া বড় ভাই শাহ আলম ও সোহরাব হোসেন গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। এব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, শরীয়তপুর এলাকার দাঁতপুর ভাসান চর গ্রামে মৃত ইউসুফ চৌকিদারের ৩ পুত্র ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ