মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের সঙ্গে যখন গ্রিসের যুদ্ধ যুদ্ধ অবস্থা তখন আরব আমিরাত সেখানে এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়েছে। এর আগে এ দেশটি লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সুদানে একই কাজ করেছেন। নাক্কারজনকভাবে ইসরাইলীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন।
জানা যায়, সংযুক্ত আরব আমিরাত গ্রিসের সাথে সামরিক প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে ক্রেট দ্বীপে চারটি এফ -১৬ যুদ্ধবিমান পাঠিয়েছে। শুক্রবার অ্যাথেন্স ভিত্তিক দৈনিক পত্রিকা কাঠিমেরিনি এ খবর জানিয়েছে।
পত্রিকার বরাতে জানা গেছে, তুরস্কের সাথে পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের চলমান উত্তেজনার মধ্যেই গ্রিসের সেনাবাহিনীর সাথে এই ট্রেনিংয়ে অংশ নিচ্ছে আমিরাতের এই যুদ্ধ বিমানগুলো।
গত মাসে গ্রিসের দাবিকৃত পানিসীমায় হাইড্রোকার্বন অনুসন্ধানে তুরস্ক নৌ-বহর পাঠানোর পর গ্রিসের সাথে তুরস্কের উত্তেজনা সৃষ্টি হয়।
গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো এই পানিসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান বন্ধ রাখতে তুরস্কের কাছে অনুরোধ জানায়। এই উত্তেজনায় গ্রিসের সাথে ফান্স, ইসরাইল, সাইপ্রাস ও মিসর রয়েছে।
ইউরোপিয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের দাবির মুখে এ বছরের শুরুতে তুরস্ক এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখলেও আগস্টের ১০ তারিখ তুর্কি অনুসন্ধানী জাহাজ উরক রেইস পাঠায়।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, ভূমধ্যসাগর সমস্যার সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব। মিডল ইস্ট মনিটর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।