Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে মাদক সহ ৩জন আটক ভ্রাম্যমান আদালতে সাজা

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৫:২০ পিএম

ময়মনসিংহের নান্দাইলে সোমবার (২৪ আগষ্ট) পৃথক স্থানে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সৌর ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। উপজেলার মুশুল্লী ্ইউনিয়নের বারপাড়া আশ্রয়ণ প্রকল্প থেকে মৃত আজিম উদ্দিনের পুত্র আঃ হাকিম ও মৃত সুন্দর আলীর পুত্র সেকুল মিয়া ও রাজগাতী ইউনিয়নের বনাটি আউটারগাতি গ্রাম থেকে সাইদুল ইসলামের স্ত্রী হাসনা আক্তারকে মাদক সহ আটক করে। আটক কৃত আসামিদের নিয়ে নান্দাইল উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসনা আক্তার কে ছয় মাস, সেকুল মিয়াকে এক মাস, আঃ হেকিম কে পনের দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে। পাশাপাশি প্রত্যাককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদন্ড প্রদান করা হয়।। পরবর্তীতে জনসম্মুখে জব্দকৃত আনুমানিক ১ কেজি পরিমাণ গাজাঁ পুড়িয়ে ধ্বংস করা হয়। এবিষয়ে ইউএনও মোঃ এরশাদ উদ্দিন বলেন, মাদক জুয়া বাল্যবিয়ে সহ সকল অসামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি, আমরা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি। অভিযানে ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, নান্দাইল নির্বাহী অফিসারের গোপনীয় সহকারী হৃদয় হাসার ও অফিন মহকারী মোঃ জহিরুল ইসলাম জনি উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমান আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ