বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বন্দরের জেটিতে কাত হয়ে পড়া রফতানি পণ্যবাহী কন্টেইনার জাহাজটি ঝুঁকি মুক্ত করা হয়েছে। সিডিউল পেলে সোমবার যে কোন সময় জাহাজটি বন্দর ছেড়ে যাবে।
রোববার সকালে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে ‘ওইএল হিন্দ’ নামে পানামার পতাকাবাহী জাহাজটি কাত হয়ে যায়। এতে বন্দর জেটি ঝুঁকির মুখে পড়ে। জাহাজটির স্থানীয় এজেন্ট জিবিএইচ লজিস্টিক্স।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক ইনকিলাবকে বলেন জাহাজ থেকে অতিরিক্ত ৩৩ টি কন্টেইনার নামানোর পর এটি সোজা হয়ে গেছে। জাহাজ এখন পুরোপুরি ঝুঁকি মুক্ত। সিডিউল পেলে যে কোন সময় জাহাজটি বন্দর জেটি ছেড়ে যাবে।
রোববার দুপুরে জোয়ারের সময় কন্টেইনার নিয়ে বন্দরের জেটি ছেড়ে যাওয়ার কথা ছিল জাহাজটির
। কিন্তু কন্টেইনার বোঝাইয়ের পর সেটি কাত হয়ে পড়ে। জাহাজটিতে ১২৬০টি কন্টেইনার ছিল এর মধ্যে ১০৫টি খালি।
ভারসাম্য আনতে ৩৩টি কন্টেইনার নামিয়ে ফেলা হয়। এসব কন্টেইনার অন্য জাহাজে পাঠানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।