Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাচার কুকর্মে গর্ভবতী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

ব্রাজিলের সাও ম্যাটিইস শহরে ভাতিজিকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে তার চাচা। একপর্যায়ে ১০ বছর বয়সী ওই মেয়ে গর্ভবতী হয়ে যায়। পরবর্তীতে গর্ভপাতের জন্য সে হাসপাতালে যায়। ওই সময় গর্ভপাত নিয়ে বিরোধিতা করে হাসপাতাল ঘেরাও করে ধর্মীয় কট্টরপন্থীরা। সাও ম্যাটিইসের ওই শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়, ছয় বছর বয়স থেকে তার চাচা তাকে ধর্ষণ করে আসছে। তার চাচা তাকে বিভিন্ন ভয় দেখিয়ে এতদিন মুখ বন্ধ রেখেছিল। ৩৩ বছর বয়সী ওই চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর তিনি পালিয়ে গেছেন। শিশুটি গর্ভপাতের জন্য হাসপাতালে গেলে বিক্ষোভকারীরা এর বিরোধিতা করে। তারা গর্ভপাত বন্ধ করতে হাসপাতাল ঘিরে ধরে। রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীগুলো কেন গর্ভপাত বন্ধ করতে প্রতিবাদ করছিলেন সে বিষয়ে তদন্ত করছে সাও ম্যাটিউস চিলড্রেনস অ্যান্ড ইয়ুথ প্রসিকিউটর। মেইল অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গর্ভবতী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ