Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় গর্ভবতী নারীকে ধর্ষকের নির্যাতন : গ্রেফতার ১

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ৬:১০ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌন নির্যাতনের শিকার স্বামী পরিত্যক্তা গর্ভবতী এক নারীকে মারপিট করে মারাত্মক আহত করেছে ধর্ষক যুবকেরা।
আজ বুধবার সকালে মামলার প্রধান আসামি কোটালীপাড়া উপজেলার কাচারিভিটা গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে নজরুল ইসলাম ওরফে বাবুলকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত ওই নারীর বোন ও মামলার বাদী মুক্তি বেগম বলেন, ‘মানসিক সমস্যার কারণে প্রায় ৮/১০ বছর আগে আমার বোনকে তার স্বামী ছেড়ে দেয়। এরপর থেকে সে বাবার বাড়িতে বসবাস করত। বিগত ২০১৭ সালের ২ অক্টোবর ৪/৫ জন যুবক আমার বোনকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার কাচারিভিটা গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে নজরুল ইসলাম শেখ ওরফে বাবুল (৪৬), মুনসুর শেখের ছেলে কবির শেখ (৩৮), আফছের হাওলাদারের ছেলে নরুল ইসলাম হাওলাদার (৩৮), একই উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত মনিন্দ্র বিশ্বাসের ছেলে চীকমনি বিশ্বাস (৫৫) ও অনিল বিশ্বাসকে (৩৫) আসামি করে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়।’
তিনি বলেন, ‘মামলার পর থেকেই আসামিরা জীবননাশসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। গতকাল মঙ্গলবার রাতে সাত মাসের গর্ভবতী ওই নারীকে আসামিরা মারধর করে মারাত্মক আহত করে।’
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হক বলেন, ‘গর্ভবতী এক নারীকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’
কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক জানান, এ ঘটনার পর ধর্ষক ও মারপিটের প্রধান আসামি নজরুল ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ