পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যকার চুক্তির কঠোর সমালোচনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যকার এই চুক্তি এক ‘ধাপ পেছানো’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর মিডল ইস্ট মনিটরের। সাউথ চায়না মর্নিং পোস্টের দিস উইক ইন এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, এই চুক্তির মুসলিম বিশ্বকে যুদ্ধবাজ গোষ্ঠীতে ভাগ করবে, যেখানে এই দ্ব›েদ্বর আগুন ঘি ঢালতে সক্ষম হবে ইসরাইল। তিনি বলেন, এই চুক্তির ফলে যুদ্ধরত গোষ্ঠীগুলোর লড়াইয়ের ক্ষমতা বাড়বে। এর ফলে ইসলামি দেশগুলোর মধ্যে আর শান্তি থাকবে না। এই চুক্তির ফলে ফিলিস্তিনকে নিজেদের সম্পত্তি বলে আরও জোর গলায় দাবি করতে পারবে বলেও মন্তব্য করেন মাহাথির। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।