Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ঈশিতার জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ১১:৪৩ এএম

আজ অভিনেত্রী ঈশিতার জন্মদিন। তবে করোনারকালে জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই তার। পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করবেন তিনি। বয়স নিয়ে ঈশিতা বলেন, ‘আমার সমসাময়িক অনেককেই আমি আপু বলে ডাকি, তাই বয়সটা সবার অজানা থাকাই ভালো।’ সবাই আপনাকে চুপচাপ, শান্ত স্বভাবের মিষ্টি মেয়ে ঈশিতা বলে আখ্যায়িত করেন, এটা শুনতে কেমন লাগে আপনার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে আমি যেমন ঠিক তেমনই। ঈশিতার জন্ম রাজধানীর ধানম-ির সুফিয়া ক্লিনিকে। ২০০৩ সালের ১৬ মার্চ তিনি বিয়ে করেন। কিছুদিন আগে ‘হোয়াই নট’ নামের রেঁস্তোরা চালু করেছিলেন। তা এখন বন্ধ করে দিয়েছেন। ঈশিতা প্রথম অভিনয় করেন আফজাল হোসেন ও শান্তা ইসলামের মেয়ের চরিত্রে ১৯৮৭ সালে ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীন দুলালের প্রযোজনায় ‘দু’জনে’ নাটকে। নায়িকা হিসেবে তার প্রথম নাটক ছিলো শহীদুল হক খানের রচনা ও পরিচালনায় জাহিদ হাসানের বিপরীতে ‘তিথি’। তার অভিনীত একমাত্র সিনেমায় প্রয়াত আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘বিহঙ্গ’। তার নির্দেশিত প্রথম নাটক ছিলো ‘নিঝুম অরণ্যে’। ঈশিতার ভালোলাগে হুমায়ূন ফরীদি, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, তারিন, অপি’র অভিনয়। স্বামী ড. আসিফ দৌলা, দুই সন্তান ছেলে জাভির ও মেয়ে আজরিনের সঙ্গেই সময় কাটে বেশি। গত ঈদে দুটো নাটকে অভিনয়ের কারণে নতুন করে ঈশিতা আলোচনায় আসেন। মাহমুদুর রহমান হিমি’র ‘কেন’ এবং আশফাক নিপুণের ‘ইতি মা’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।



 

Show all comments
  • MD. ATAUR RAHMAN ২২ আগস্ট, ২০২০, ১২:৫৪ পিএম says : 0
    Happy Birth Day To You Eashita Mam
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈশিতা

২২ আগস্ট, ২০২০
২০ জানুয়ারি, ২০১৭
২২ আগস্ট, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ