Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ঈশিতার জন্মদিন

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ ঈশিতার জন্মদিন। দিনটি উপলক্ষে বিশেষ কোন আয়োজন করছেন না। ঈশিতা বলেন, ‘একেবারেই নিজের মতো করে কাটাবো দিনটি। বিশেষ কোন আয়োজন করছি না। খুব কাছের প্রিয় কয়েকজন মানুষকে নিয়ে সন্ধ্যার পর নিজের মতো করেই সময় কাটবে। সঙ্গে থাকবে আমার ছেলে যাবিন, কন্যা আজরিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা। সবার কাছে দোয়া চাই যেন সবসময় আল্লাহ আমাদের ভালো রাখেন।’ এদিকে সঙ্গীত চর্চা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী ঈশিতা। রাজধানীর নজরুল ইন্সটিটিউটর মো. ইদ্রিস আলীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন গত তিনমাস ধরে। এর আগে ওস্তাদ ওমর ফারুকের কাছে ঈশিতা খেয়াল শিখেছেন নয় বছর। ঈশিতা জানান, শীঘ্রই তিনি নতুন একক অ্যালবামের কাজে হাত দিবেন। সর্বশেষ ঈশিতার একক অ্যালবাম ‘রাত নিঝুম’ প্রণব ঘোষের সুর সঙ্গীতে সাউন্ডটেকের ব্যানারে ২০০২ সালে বাজারে এসেছিলো। এছাড়া বাজারে তার আরো চারটি মিক্সড অ্যালবামে গান রয়েছে। অভিনয়ে নেই কেন? এমন প্রশ্নের জবাবে ঈশিতা বলেন, ‘তিন বছর আগে চ্যানেল আইয়ের দুটি রিয়েলিটি শো নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এরপরও আমি নাটক নির্মাণ করেছি। তারপর গত নভেম্বরে মা হলাম। কন্যা আজরিনকে নিয়েই ব্যস্ত সময় পার করেছি। আশা করছি, আগামী তিন মাস পর অভিনয়ে ফিরতে পারব। তবে গানে এখন আমি একটু বেশি মনোযোগ দিচ্ছি। নতুন অ্যালবামটা খুব ভালোভাবে করতে চাই। সবার দোয়া চাই।’



 

Show all comments
  • abul khayer ২২ আগস্ট, ২০১৬, ৯:২৫ পিএম says : 0
    HAPPY BIRTH DAY TO YOU,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়ে ফিরবেন তিন মাস পর আজ ঈশিতার জন্মদিন

২২ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ