Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশিতার নতুন গান ‘আমার অভিমান’

বিনেদান ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১২ এএম

গত বছরের শেষ দিকে নতুন একটি গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হয়েছিলেন নাট্যাভিনেত্রী, নাট্যপরিচালক ও সঙ্গীতশিল্পী রুমানা রশীদ ঈশিতা। এবারের ঈদ উপলক্ষে নতুন আরেকটি গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম হচ্ছে ‘আমার অভিমান’ গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান এবং সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। আগামী ঈদে জি-সিরিজ থেকে প্রকাশের জন্য গানটি করা হয়েছে বলে জানান ঈশিতা। ঈশিতা বলেন, ‘গানটার কথা আমার খুব ভালো লেগেছে। লুৎফর হাসান চমৎকার লিখেছেন। আর সুরটাও মন ছুঁয়ে যায়। আশা করছি, শ্রোতাদের ভালোলাগবে। আগামী সপ্তাহে গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে ঈদে শ্রোতা দর্শকের মধ্যে আমার নতুন এ গানটি তুলে দেয়া হবে।’ উল্লেখ্য, ২০০২ সালে আহমেদ রিজভীর কথায় এবং প্রণব ঘোষের সুর সঙ্গীতে ঈশিতার ‘রাত নিঝুম’ অ্যালবামটি প্রকাশিত হয়েছিলো। এরপর তাকে আর গানে পাওয়া যায়নি। ছোটবেলায় ঈশিতা আনিসুর রহমান তনুর কাছে গানে তালিম নিতেন। এরপর টানা তেরো বছর ওস্তাদ ওমর ফারুকের কাছে এবং পরবর্তীতে আরো আট বছর সঞ্জীব দের কাছে গানে তালিম নেন। তবে এবারের ঈদে কোন নাটক-টেলিফিল্মে দেখা যাবেনা তাকে। এদিকে রাজধানীর বনানীতে অবস্থিত ‘সাউথইস্ট ইউটিনভার্সিটি’র স্কুল অব বিজনেস’র আওতাধীন মার্কেটিং বিভাগের শিক্ষক হিসেবে কাজ করছেন ঈশিতা। এতে তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবেই কাজ করছেন। ঈশিতা অভিনীত একমাত্র সিনেমা প্রয়াত আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘বিহঙ্গ’। এরপর তাকে আর কোন সিনেমায় দেখা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈশিতা

২২ আগস্ট, ২০২০
২০ জানুয়ারি, ২০১৭
২২ আগস্ট, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ