Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিগত দেড়’শ বছরে সুইডেনে সর্বোচ্চ মৃত্যু!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১:০৩ পিএম

বিগত দেড়’শ বছরে সুইডেনে সর্বোচ্চ মৃত্যু হয়ে এবছর।এ বছরের প্রথম ৬ মাসে ৫১ হাজার ৪০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। গত বছরের তুলনায় এ মৃত্যু হার ১৫ শতাংশ বেশি যা সংখ্যায় সাড়ে ৬ হাজার। ইতিহাস থেকে জানা যায়, ১৮৬৯ সালে সুইডেনে দুর্ভিক্ষে ৫৫ হাজার ৪৩১ জন মারা গিয়েছিল। -সিএনএন

২০০৫ সালে সুইডেনে সবচেয়ে কম মানুষ জন্মগ্রহণ করে। দুর্ভাগ্যবশত ইউরোপের বিভিন্ন দেশে এবার বসন্তের আগে যখন কোভিড ছড়িয়ে পড়ে, তখন লকডাউন আরোপ করা হয়নি। ব্যক্তিগত পছন্দ বা দায়িত্বের ওপর বিষয়টি ছেড়ে দেয়া ছাড়াও অধিকাংশ বার, স্কুল, রেঁস্তোরা ও স্যালন খোলা ছিল। কোভিড ছড়িয়ে পড়ার পর স্টকহোমে মাত্র ৭.৩ শতাংশ সুইডিশ নাগরিকের মধ্যে এ্যান্টিবডি ভাইরাস প্রতিরোধে সক্ষম হয়ে ওঠে কিন্তু ৭০ থেকে ৯০ ভাগ মানুষের মধ্যে কঠিন প্রতিরোধের প্রয়োজন পড়ে।

জুনের প্রথম দিকে কোভিডে মৃত্যু সাড়ে ৪ হাজার ছড়িয়ে পড়ে। অধিকাংশ কোভিডে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা নেয়া হয় ঘরে। দেশটির প্রধান এপিডেমিওলজিস্ট আন্দ্রেস টেগনেল স্বীকার করেন, সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা নিকট ঘরে চিকিৎসার ব্যাপারটি অধিক ঝুঁকির, এটি জানা ছিল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ