Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর ভাইয়ের মৃত্যু, আহত দুই

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ৬:৪৬ পিএম

শ্রীবরদীতে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। আরো দুই জন আহতর খবর পাওয়া গেছে। ২০ আগস্ট (বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া (ছনকান্দা) গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হলো চককাউরিয়া (ছনকান্দা) গ্রামের নিজাম উদ্দিনের ছেলে সাহেব আলী (৩৬) ও রবিউল ইসলাম (৩০)। এঘটনায় একই গ্রামের উসমান গণির ছেলে হাফেজ আলী (৩০) ও হযরত আলীর ছেলে মোস্তফা (৩৫) আহত হয়েছে। আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তাতিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লালের বাড়িতে নির্মাণ কাজ করছিল। এ সময় সাহেব আলী রড হাতে নিয়ে উপরে উঠানোর সময় বসত ঘরের চালের টিনের সাথে লাগে। চালের টিনের আর্থিং হওয়ার কারণে সাহেব আলী বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তার ভাই রবিউল ও আহতরা ছাড়ানোর চেষ্টা করলে সকলেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার সাহেব আলী ও রবিউলকে মৃত ঘোষনা করে। আহতদের চিকিৎসার জন্য ভর্তি দেয়। এ ঘটনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে শ্রীবরদী থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ