বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের রাজারহাটের উমর মজিদ এলাকায় ঈদ উল আজহার দিন আক্কাস আলীকে কুপিয়ে হত্যার মূল আসামী গাইবান্ধার ফুলছড়ি থানায় কর্মরত এএসআই রতন মোস্তাকসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে হত্যা বর্ণনা দিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আক্কাস আলীর স্ত্রী নাজরিন আক্তার।
বক্তব্যে তার স্ত্রী বলেন, ইদ উল ফিতরের তারাবি নামাজে ঈমামের বেতন তিনশ টাকার মধ্যে ৫০টাকা কম দেয়ায় কথাকাটাকাটি হয়। তারই জেরে ঈদ উল আজহার দিন সন্ধ্যায় এএসআই রতন মোস্তাক ও তার পরিবারের লোকেরা আক্কাস আলী ও তার পরিবারের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত আক্কাস ও ভাগিনা সুমনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আক্কাস মারা যায়। সুমনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এ সময় শফি মেম্বার আক্কাস আলীর গর্ভবতী স্ত্রী নাজরিন আক্তারের পেটে লাথি মারে বলেও তিনি উল্লেখ করেন। ঘটনার দিনই এলাকাবাসী অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশে দেয়।
ঘটনার দিন রাতে রাজারহাট থানায় ১৭জনকে আসামী করে নিহতের ভাই খোরশেদ আলম হত্যা মামলা করলেও জনতার ধরে দেয়া তিনজন ছাড়া মূল আসামী এএসআই রতন মোস্তাকসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে নিহতের মা হালিমা বেওয়া, ভাই আতিকুর রহমান, আব্দুল গণি, হানিফ আলী, সহিদার রহমান ও ভাতিজা রওশন আলী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।