Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা সাত দিন গাজায় বিমান হামলা করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

গাজা উপত্যকায় টানা সাত দিন বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বিমান। হামাসের নজরদারি চৌকিকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলছে, সীমান্ত দিয়ে হামাসের ফিলিস্তিনি জ্বলন্ত বেলুন হামলার জবাব দিতেই তারা আক্রমণ চালাচ্ছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মঙ্গলবার এমন সময় বিমান হামলা হলো যখন সর্বশেষ সহিংসতা কমাতে এই অঞ্চলে সফর করছেন মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা। ইসরাইলি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘জঙ্গি বিমান ও (অন্য) বিমান দিয়ে গাজা উপত্যকায় হামাসের ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানো হচ্ছে।’ গাজা নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলছে, অঞ্চলের দক্ষিণে রাফা ও উত্তরে অবস্থিত বেইট লাহিয়ায় হামাসের চৌকিগুলোতে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান। এক সপ্তাহেরও বেশি সময় দুই অঞ্চলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইসরাইলের অভিযোগ হামাস রকেট নিক্ষেপ করছে এবং জ্বলন্ত বেলুনে বিস্ফোরক ভরে তা সীমান্ত পার করছে। এর জবাবে ইসরাইল গাজা উপত্যকার সঙ্গে পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত খারেম আবু সালেম সীমান্ত বন্ধ করেছে, গাজা উপকূলে মাছ ধরা নিষিদ্ধের পাশাপাশি রাতে টানা সাতদিন ধরে বিমান হামলা চালালো। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ