Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নাশকতা মামলায় মুক্তাগাছা পৌর মেয়র বরখাস্ত

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ৭:৩৮ পিএম

মুক্তাগাছা পৌর বিএনপিসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ শহীদুল ইসলামকে পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, ২০১৫ সালের একটি নাশকতার মামলায় পুলিশের দেয়া চার্জসীট আদালতে গৃহিত হয়েছে। যা পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। সেহেতু পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী শহীদুল ইসলামকে পৌর মেয়র পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খবরের সত্যতা নিশ্চিত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মেয়র শহিদুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা নং ০৬, তারিখ- ৬/২/১৫ এর ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) অনুযায়ী চার্জসিট নম্বর ১৪৬/১৫। যা আদালত কর্তৃক গৃহিত হয়েছে।
এবিষয়ে পৌর মেয়র শহীদুল ইসলাম বলেন, রাজনৈতিক কারণে একটি গায়েবী রাজনৈতিক মামলায় আমাকে বরখাস্ত করা হয়েছে। আশা করছি আমি উচ্চ আদালতে ন্যায় বিচার পাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরখাস্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ