মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিলম্ব না করে
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র সরকার আফগানিস্তানে লড়াইরত দলগুলির প্রতি বিলম্ব না করে শান্তি আলোচনা শুরু করার আবেদন জানিয়েছে, যাতে করে শান্তি প্রক্রিয়ায় বিরোধিতাকারীদের নিবৃত্ত করা যায়। আফগান জাতীয় দলের শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী একজন মহিলা সদস্যের প্রাণনাশের চেষ্টা করা হলে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, জালমি খলিলজাদ এই আবেদন জানান। আফগান কর্মকর্তারা জানান, মহিলা মানবাধিকারের প্রবক্তা ও বিশিষ্ট আইনজীবী, ফাওজিয়া কুফী। ভিওএ।
গুজরাটে নিহত ৫
ইনকিলাব ডেস্ক : ভারতের গুজরাটে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। রোববার দিবাগত গভীর রাতে খেড়া জেলার নাদিয়াদের কাছে ৮ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে নাদিয়াদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই অহমদাবাদের বাসিন্দা বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া।
কৌশল নোংরা
ইনকিলাব ডেস্ক : আসন্ন
মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোংরা কৌশল বেছে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক পার্টি থেকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। বাইডেনের রানিং মেট কমলা বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে প্রভাবিত করছে, এমন প্রকৃত ঘটনাগুলো আড়াল করতে ট্রাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার ধারণা, তারা খুব নোংরা ও বাজে কৌশল অবলম্বন করবেন। এ নিয়ে আমরাও প্রস্তুত আছি। কমলা হ্যারিসের জন্মস্থান নিয়ে গত সপ্তাহে বিতর্ক উস্কে দেয়ার চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন।
রাতে মাস্ক
ইনকিলাব ডেস্ক : ইতালিতে রাতের বেলা মাস্ক পরা বাধ্যতাম‚লক করা হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সামাজিক দূরত্ব তদারকি করা কঠিন হয়ে পড়ছে। সে কারণেই এই সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে করোনা সংক্রমণ ঠেকাতে নাইট ক্লাব ও অন্যান্য বিনোদন কেন্দ্রও বন্ধ করে দেয়া হয়েছে। ইতালি সরকার বলছে, যেসব স্থান বন্ধ করার কথা বলা হচ্ছে সেখানে লোকজনকে অর্থনৈতিক সহায়তা দেয়া হবে। সম্প্রতি পুরো দেশে প্রায় ৫শ নতুন রোগী পাওয়া গেছে এবং চারজন নতুন করে মারা যাওয়ার পর মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রয়টার্স।
থাইল্যান্ডে বিক্ষোভ
ইনকিলাব ডেস্ক : সরকারের পদত্যাগ, সংবিধান পরিবর্তন এবং বিরোধী অ্যাক্টিভিস্টদের হয়রানি বন্ধের দাবিতে থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ চলছে। রোববার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির রাজধানী শহর ব্যাংককে দশ হাজারের বেশি মানুষ জমায়েত হয়ে সরকারবিরোধী বিক্ষোভ করেন। গত মাস থেকে দেশটির শিক্ষার্থীদের বিভিন্ন গোষ্ঠী প্রায় প্রতিদিন বিক্ষোভ করছেন। তবে বিক্ষোভকারীরা বলছেন, রোববারের এই গণবিক্ষোভে নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহন দেশের পরিবর্তনের প্রতি জনআকাক্সক্ষার প্রতিফলন। বিক্ষোভকারীর বর্তমান শাসন কাঠামোর আমূল পরিবর্তন চান। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।