মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মোদির নিরাপত্তায়
ইনকিলাব ডেস্ক : ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে শুক্রবার থেকেই লাল কেল্লা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেয়া হয়। রাজধানীতে মোতায়েন করা হয়েছিল ৪,০০০ নিরাপত্তারক্ষী। আর এই নিরাপত্তা বলয়ের অন্যতম অংশ ছিল ডিআরডিও-র তৈরি অ্যান্টি ড্রোন সিস্টেম। লালকেল্লার কাছেই বসানো ছিল সেই সিস্টেম। দূর থেকে যে কোনও ড্রোন এগোলেই এটি তা ডিটেক্ট করতে পারবে। পিটিআই। ৫০
পাইলট বরখাস্ত
ইনকিলাব ডেস্ক : নজিরবিহীনভাবে সংস্থার ৫০ পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বরখাস্তের কারণ হিসেবে সাম্প্রতিক পরিস্থিতিকেই দায়ী করা হয়েছে। তবে বরখাস্তের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। গত বছর জুলাই মাসে এয়ার ইন্ডিয়ার ৫০ জন পাইলট সময়মতো বেতন না দেওয়া-সহ আরও বেশ কিছু ঘটনার প্রতিবাদ জানিয়ে ইস্তফা দেন। তবে সেই সময় তাদের ইস্তফার আবেদন গৃহীত হয়নি। পরে নিয়ম মেনে ছমাসের মধ্যে ইস্তফার আবেদন ফিরিয়ে নেন ওই পাইলটেরা। নিউজ এইটিন।
দ্বিতীয়বার আক্রান্ত
ইনকিলাব ডেস্ক : সুস্থ হওয়ার চার মাস পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফিলিপাইনের স্বরাষ্ট্র ও স্থানীয় সরকারমন্ত্রী এদুয়ার্দো আনো। দ্বিতীয়বার কোভিড পজিটিভ হওয়ার খবর নিজেই রোববার দিয়েছেন তিনি। আনো জানান, বৃহস্পতিবার ফ্লুর মতো কিছু লক্ষণ দেখা দেয়। গলা জ্বালা ও শরীরে ব্যথা নিয়ে পরের দিন পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন এবং সেল্ফ কোয়ারেন্টাইনে যান। রয়টার্স।
তদন্তে এফবিআই
ইনকিলাব ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তদন্তে যাচ্ছে এফবিআইর তদন্তকারীদের একটি দল। এই সপ্তাহে তারা বৈরুতে পৌঁছাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার-সেক্রেটারি ডেভিড হেল একটি প‚র্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। বিস্ফোরণ নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে লেবানিজ কর্তৃপক্ষের আমন্ত্রণে এফবিআই দল এতে অংশ নিচ্ছে বলে জানান তিনি। গত ৪ আগস্ট বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় ধ্বংস হয়ে যায় শহরের প্রায় অর্ধেক, তাতে মারা যান ১৭০ জন এবং আহত হন ছয় হাজারের বেশি মানুষ। আল-জাজিরা।
বিয়েতে বাধায়
ইনকিলাব ডেস্ক : আরেক নারীকে বিয়েতে বাধা দেয়ায় ইন্দোনেশিয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। ওই ব্যক্তি বহুগামিতার চর্চা হিসেবে আরেকজন নারীকে বিয়ে করতে চায়। কিন্তু এতে অনুমতি দিচ্ছিলেন না তার স্ত্রী। এ নিয়ে দু’জনের মধ্যে চলছিল ভীষণ মনোমালিন্য। এক পর্যায়ে উত্তেজিত স্বামী তার স্ত্রীকে ছুরিকাঘাত করে। এ অভিযোগে দেশটির ত্রিমুরজো পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা কমান্ডার কুরমেন রুবিয়ান্তো বলেছেন, সোমবার নির্যাতিত নারীর আত্মীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে। বিবিসি।
ফ্রান্সের আপত্তি
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের কয়েকজন নাগরিক হত্যা করার জন্য দোষী সাব্যস্ত তালেবান গেরিলাদের মুক্তি না দেয়ার জন্য আফগান সরকারের প্রতি আহবান জানিয়েছে ফ্রান্স সরকার। শনিবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলের প্রতি এ আহবান জানায়। তালেবানের সঙ্গে শান্তি আলোচনাকে সামনে রেখে আফগান সরকার তালেবানের ৪০০ একনিষ্ঠ যোদ্ধাকে মুক্তি দিয়েছে। এসব বন্দীর বিরুদ্ধে বহু বড় বড় হত্যাকান্ড ও অপহরণের গুরুতর অভিযোগ রয়েছে। পার্সটুডে।
স্নোডেনকে ক্ষমা
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা এজেন্সির কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি। ওই সাবেক মার্কিন কর্মকর্তা বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ২০১৩ সালে স্নোডেন জাতীয় নিরাপত্তা এজেন্সির (এনএসএ) গুরুত্বপূর্ণ একটি ফাইলের তথ্য ফাঁস করে দেন। তার এমন কাজের কারণে সে সময় পুরো মার্কিন গোয়েন্দা কমিউনিটিতে তোলপাড় শুরু হয়। নিউইয়র্ক পোস্ট।
ট্রাম্পের না
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত ইরান বিষয়ক জরুরি সম্মেলনে অংশ নেবেন না। নিউজার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সম্ভবত আমি এতে যোগ দেব না, আমি নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করবো ভাবছি। পুতিন শুক্রবার উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা হ্রাসে ইরান বিষয়ে সম্মেলন আয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জার্মানির প্রতি আহবান জানিয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।